এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, জানাল আবহাওয়া দফতর
এখনই মিলছে না গরম থেকে মুক্তি। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । জানাল আবহাওয়া দফতর । রবিবার উষ্ণতার পারদ ছাড়িয়েছিল ৩৬ ডিগ্রি। আজ তা আরও বাড়তে পার বলেই মনে করছে হাওয়া অফিস। ফলে এখনই হাঁসফাস গরম থেকে স্বস্তি পাচ্ছেন না শহরবাসী।
Updated By: May 8, 2017, 08:45 AM IST
![এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, জানাল আবহাওয়া দফতর এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, জানাল আবহাওয়া দফতর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/05/08/85132-weather-8-5-17.jpg)
ওয়েব ডেস্ক: এখনই মিলছে না গরম থেকে মুক্তি। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । জানাল আবহাওয়া দফতর । রবিবার উষ্ণতার পারদ ছাড়িয়েছিল ৩৬ ডিগ্রি। আজ তা আরও বাড়তে পার বলেই মনে করছে হাওয়া অফিস। ফলে এখনই হাঁসফাস গরম থেকে স্বস্তি পাচ্ছেন না শহরবাসী।
অন্যদিকে, দুর্গাপুরের সিটি সেন্টারে মলে আগুন। রাত দুটো নাগাদ চারতলার একটি স্টলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন। ভোর ৪.৩০ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ জানা যায়নি। হতাহতের কোনও খবর নেই।