Mukul Roy বিধায়ক থাকলে তো পিএসি চেয়ারম্যান, হুঁশিয়ারি Suvendu-র
পিএসি সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন মুকুল রায় (Mukul Roy)। খাতায় কলমে যিনি এখনও কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক।
![Mukul Roy বিধায়ক থাকলে তো পিএসি চেয়ারম্যান, হুঁশিয়ারি Suvendu-র Mukul Roy বিধায়ক থাকলে তো পিএসি চেয়ারম্যান, হুঁশিয়ারি Suvendu-র](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/06/23/328261-suvmuk.jpg)
নিজস্ব প্রতিবেদন: বেশি দিন বিধায়কই থাকবেন না মুকুল রায়। উনি বিধায়ক থাকলে তো পিএসি চেয়ারম্যান! বুধবার এমনটাই জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এ দিনই পিএসি সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন মুকুল রায় (Mukul Roy)। খাতায় কলমে যিনি এখনও কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক।
সাংবাদিকদের শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন,'মুকুল রায়ের বিরুদ্ধে সময় নষ্ট না করে দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করা উচিত। তৃণমূলের বরাদ্দ পিএসি-র ১৪ সদস্যের মধ্যে একটায় মনোনয়ন দিয়েছেন উনি। বিজেপির প্রতীকে জিতে দলত্যাগ করে তৃণমূলে নাম লিখিয়েছেন। ফলে আমার অভিযোগই প্রমাণিত। ওঁর সদস্যপদই থাকবে না। উনি বিধায়ক থাকলে তো পিএসি!'
দলত্যাগ বিরোধী আইনে মুকুলের বিধায়ক পদ খারিজের জন্য বিধানসভার অধ্যক্ষের কাছে আবেদন করেছেন শুভেন্দু (Suvendu Adhikari)। ওই প্রসঙ্গে তিনি বলেন,'১৬ তারিখে শুনানিতে ডেকেছেন স্পিকার। সমস্ত তথ্য নথি পেশ করব। তবে বেশি দিন অপেক্ষা করব না। আদালতেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। বেশিদিন বিধায়কই থাকবেন না পিএসি কি! মুকুলের বিধায়ক পদ খারিজের লড়াইয়ে আরও একধাপ এগিয়ে গেলাম।'
পিএসি চেয়ারম্যান পদ বিরোধী দলকে দেওয়াই রীতি। মঙ্গলবার রাতে বিজেপিকে চিঠি দিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এক্ষেত্রে তাঁর সিদ্ধান্তই চূড়ান্ত। তবে এনিয়ে আগেভাগে কোনও মন্তব্য করতে নারাজ বিধানসভার বিরোধী দলনেতা। তাঁর কথায়,'এটা দীর্ঘদিনের রীতি। স্পিকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করব। সেই অনুযায়ী পদক্ষেপ করব।'
বিজেপির পরিষদীয় দল সূত্রের খবর, তাদের মনোনীত অশোক লাহিড়ীকে পিএসি-র চেয়ারম্যান পদ না দেওয়া হলে অন্য সমস্ত কমিটি বয়কট করা হবে। এর পাশাপাশি আইনি পদক্ষেপের ভাবনাও রয়েছে বিজেপির।
আরও পড়ুন- পিএসি-র সদস্য পদে মনোনয়ন জমা Mukul-র, আইনি পদক্ষেপের ভাবনায় BJP