Suvendu Adhikari Suspended: ওয়েলে নেমে কাগজ ছিঁড়ে বিক্ষোভ, বিধানসভা থেকে ৩০ দিন সাসপেন্ড শুভেন্দু-সহ ৪ বিজেপি বিধায়ক

Suvendu Adhikari Suspended: শুভেন্দু অধিকারী বলেন, এই সরকারে বিরুদ্ধে স্লোগান দিয়েছি। আমি বিরোধী দলনেতা। আমার বিধায়কদের টিমকে নেতৃত্বে দেওয়ায় আমি দায়বদ্ধ

Updated By: Feb 17, 2025, 03:27 PM IST
Suvendu Adhikari Suspended: ওয়েলে নেমে কাগজ ছিঁড়ে বিক্ষোভ, বিধানসভা থেকে ৩০ দিন সাসপেন্ড শুভেন্দু-সহ ৪ বিজেপি বিধায়ক

শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: তুমুল হইহট্টগোলে তুলকালাম বিধানসভা। অধ্যক্ষের দিকে ছুটে এল কাগজ। তার জেরেই আগামী ৩০ দিনের জন্য সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির ৩ বিধায়ক। এঁরা হলেন অগ্নিমিত্রা পল, বিশ্বনাথ কারক ও বঙ্কিম ঘোষ। বিধানসভা সূত্রে বলা হচ্ছে বিধানসভার রুল মেনে চলনেনি ওই ৪ বিজেপি বিধায়ক।

আরও পড়ুন-ইউটিউব ভিডিয়ো দেখে চিকিত্সা করছিলেন চিকিত্সক; মর্মান্তিক পরিণতি তরতাজা যুবকের, তুলকালাম নার্সিংহোম

কী নিয়ে এই গন্ডগোল? রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজোয় বাধা দেওয়ার অভিযোগ তোলেন বিজেপি বিধায়করা। এনিয়ে একটি মুলতুবি প্রস্তাব আনেন বিজেপির মহিলা বিধায়করা। প্রস্তাব পাঠের পর এনিয়ে আলোচনা চান তাঁরা। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায় ওই মুলতুবি প্রস্তাব পাঠ করার অনুমতি দিলেও এনিয়ে আলোচনার অনুমতি দেননি। মুলতুবি প্রস্তাব পাঠ করেন অগ্নিমিত্রা পাল। তারপরে এনিয়ে আলোচনার অনুমতি না দেওয়ায় বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়করা। তাঁরা জানাতে চান কেন ওই মুলতুবি প্রস্তাব পাঠ করতে দেওয়া হবে না? এইসময় ওয়েলে নেমে হাতের কাগজ ছিঁড়ে বিক্ষোভ দেখান শুভেন্দু অধিকারী। বিজেপির অন্যান্য বিধায়করাও তাদের হাতের কাগজ ছিঁড়ে উড়িয়ে দেন। এনিয়ে বিজেপি বিধায়করদের সতর্ক করেন অধ্যক্ষ। তার পরেই বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।

এদিকে, ওই ঘটনার পর শাসক দলের চিফ হুইফ নির্মল ঘোষ স্পিকারের কাছে একটি প্রস্তাব জমা দেন। বিজেপি বিধায়কদের আচরণের নিন্দা করে ওই প্রস্তাব জমা দেওয়া হয়। তিনি দাবি করেন শুভেন্দু অধিকারী ও বিজেপি ৩ বিধায়ককে যেন সাসপেন্ড করা হয়। ওই প্রস্তাব বিধানসভায় ধ্বনি ভোট পাস হয়ে যায়। এর পরই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল, বিশ্বনাথ কারক, বঙ্কিম ঘোষকে আগামী ৩০ দিনের জন্য সাসপেন্ড করার কথা ঘোষণা করেন।

এনিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, আজ একটা মোশন মুভ করা হয়েছে। বিরোধী দলের নেতা-সহ কয়েকজন সদস্য আজ যে আচরণ করেছেন, যেভাবে সরকারি কাগজ ছিঁড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে মেরেছেন তা অত্যন্তই নিন্দনীয়। সেই মর্মে একটি মোশন এনেছিলেন নির্মল ঘোষ। সেখানে বলা হয় ওদের ওই আচরণের জন্য ওদের ৩০ দিন সাসপেন্ড করা হোক। এরপরই ভোটাভুটিতে ওদের সাসপেন্ড করার প্রস্তাব গৃহীত হয়।

সাসপেন্ড হওয়ার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এই সরকারে বিরুদ্ধে স্লোগান দিয়েছি। আমি বিরোধী দলনেতা। আমার বিধায়কদের টিমকে নেতৃত্বে দেওয়ায় আমি দায়বদ্ধ। বিধানসভার বিজনেসকে আমরা অগ্রাহ্য করেছি। তা টুকরো করে উড়িয়ে দিয়েছি। দশ মিনিট বিক্ষোভ দেখিয়ে বাইরে বেরিয়ে এসেছি। তার পরে সাজানো পরিকল্পনা অনুযায়ী আমাদের সাসপেন্ড করা হয়েছে। বঙ্কিম ও অগ্নিমিত্রা ওয়েলে নামেননি। আমি নেমেছিলাম। তার পরেও তাদেরও সাসপেন্ড করা হয়েছে। কাল মুখ্যমন্ত্রী যেহেতু বক্তব্য রাখবেন তাই বিরোধী দলনেতা-সব বিজেপির অন্য ৩ বিধায়ককে বিধানসভার বাইরে রাখা হল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.