ভবানীপুরে ফলপ্রকাশের পর নীরবেই Dilip-Suvendu; জনতার রায় কতখানি প্রতিফলিত, প্রশ্ন Sukanta-র
মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েও ভবানীপুরের জনাদেশ নিয়ে সংশয় প্রকাশ করেছেন সুকান্ত (Sukanta Majumdar)।
![ভবানীপুরে ফলপ্রকাশের পর নীরবেই Dilip-Suvendu; জনতার রায় কতখানি প্রতিফলিত, প্রশ্ন Sukanta-র ভবানীপুরে ফলপ্রকাশের পর নীরবেই Dilip-Suvendu; জনতার রায় কতখানি প্রতিফলিত, প্রশ্ন Sukanta-র](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/10/03/348907-sukanta.jpg)
নিজস্ব প্রতিবেদন: নন্দীগ্রামের স্মৃতি ফিরিয়ে ভবানীপুরে মমতাকে (Mamata Banerjee) মাত দেওয়ার দাবি করছিলেন বিজেপি নেতারা। ফল ঘোষণার পর স্পষ্ট, ভবানীপুরে তৃণমূলের গড় অক্ষত। বরং জয়ের ব্যবধান বাড়িয়েছেন তৃণমূল নেত্রী। এমন দিনে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীদের দেখা নেই। কোনও বক্তব্যও রাখেননি। তবে নিয়মরক্ষার মতো ভিডিয়ো বার্তা পাঠিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েও ভবানীপুরের জনাদেশ নিয়ে সংশয় প্রকাশ করেছেন সুকান্ত (Sukanta Majumdar)। তাঁর কথায়,''জনগণের রায় মাথা পেতে নেয় ভারতীয় জনতা পার্টি। তবে ভবানীপুরে কতখানি জনতার রায় প্রতিফলিত হয়েছে তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। মাত্র ৫৭ শতাংশ মানুষ ভোট দিয়েছেন।''
যাদবপুরে দ্বিতীয় হয়েছে বিজেপি (BJP)। ২৬,৩২০ ভোট পেয়েছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল। ভোটের হার ২২.২৯ শতাংশ। কিন্তু এখান থেকে আগামীর লড়াইয়ে সঞ্জীবনী পাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর কথায়,''ভবানীপুর থেকে বিজেপিকে ধুয়েমুছে দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। মানুষ প্রচুর ভোট দিয়েছেন। তা আমাদের আগামীর লড়াইয়ে অনুপ্রাণিত করছে।''
আরও পড়ুন- বিরোধী জোটে Mamata-কে মুখ না করলে Modi-কে সরানো যাবে না, বাম-কংগ্রেসকে Firhad