সীমা ছাড়ায়নি সিবিআই, মন্তব্য সুদীপের, তৃণমূলের অন্দরে ভিন্নস্বরে ধন্দ
সারদায় সিবিআই নিয়ে ভিন্নস্বর শোনা গেল তৃণমূলেরই অন্দরে। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতে, এখনও সীমা লঙ্ঘন পেরোয়নি সিবিআই। তাহলে কেন সিজিও কমপ্লেক্সে ধরনা তৃণমূল মহিলা কংগ্রেসের? ধন্দে রাজনৈতিক বিশ্লেষকরা।
![সীমা ছাড়ায়নি সিবিআই, মন্তব্য সুদীপের, তৃণমূলের অন্দরে ভিন্নস্বরে ধন্দ সীমা ছাড়ায়নি সিবিআই, মন্তব্য সুদীপের, তৃণমূলের অন্দরে ভিন্নস্বরে ধন্দ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/09/13/29146-sudip.jpg)
কলকাতা: সারদায় সিবিআই নিয়ে ভিন্নস্বর শোনা গেল তৃণমূলেরই অন্দরে। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতে, এখনও সীমা লঙ্ঘন পেরোয়নি সিবিআই। তাহলে কেন সিজিও কমপ্লেক্সে ধরনা তৃণমূল মহিলা কংগ্রেসের? ধন্দে রাজনৈতিক বিশ্লেষকরা।
সারদা কেলেঙ্কারির সিবিআই তদন্তে তোলপাড় রাজ্য রাজনীতি। প্রতিদিন নতুন তথ্য। প্রতিদিন বিরোধীদের নিশানায় রাজ্য সরকার তথা শাসক দল।
প্রত্যাঘাত এসেছে শাসকদলের তরফেও। রাজ্য সরকারকে বদনাম করতেই উদ্দেশ্য প্রণোদিত তদন্ত করছে সিবিআই। এই অভিযোগে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরের সামনে দুদিন ধরে ধরনা দিয়েছে তৃণমূল মহিলা কংগ্রেস। নেতৃত্বে খোদ আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
এহেন পরিস্থিতিতে হঠাত্ই অন্য কথা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মুখে।
সীমা লঙ্ঘন বলতে ঠিক কী বলতে চেয়েছেন কলকাতা উত্তরের তৃণমূল সাংসদ? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।