অপহরণকারীদের খপ্পর থেকে নাটকীয়ভাবে পালিয়ে এল স্কুলছাত্র
গুয়াহাটি থেকে ট্রেনে চেপে সোজা হাওড়া পৌঁছাল ছাত্রটি
Updated By: Nov 12, 2017, 07:15 PM IST
![অপহরণকারীদের খপ্পর থেকে নাটকীয়ভাবে পালিয়ে এল স্কুলছাত্র অপহরণকারীদের খপ্পর থেকে নাটকীয়ভাবে পালিয়ে এল স্কুলছাত্র](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/11/12/98645-school-boy.jpg-111111.jpg)
নিজস্ব প্রতিনিধি: অপহরণকারীদের চোখে ধুলো দিয়ে পালিয়ে এল একরত্তি ছাত্র। সুদুর গুয়াহাটি থেকে ট্রেনে সোজা হাওড়া। সেখানেই আরপিএফকে সব খুলে বলে বিহারের মুঙ্গেরের বাসিন্দা ওই স্কুল ছাত্র।
অপহৃত পঞ্চম শ্রেণির ওই ছাত্রটির বাড়ি বিহারের মুঙ্গেরে। স্কুলে যাওয়ার পথে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ। অপহরণকারীরা তাকে নিয়ে চলে যায় অসম। ছাত্রটি জানিয়েছে মাদক খাইয়ে তাকে অজ্ঞান করে ফেলা হয়। জ্ঞান ফেরার পর সে পালিয়ে আসে গুয়াহাটি স্টেশনে। সেখান থকে ট্রেনে চেপে সোজা হাওড়া।
হাওড়ায় এসে ছাত্রটি আরপিএফকে সব খুলে বলে। আরপিএফই ওই ছাত্রটিকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে।
আরও পড়ুন-দিলীপকে ফোন অমিতের, শাসক দলের কর্মী ভাঙিয়ে আনার নির্দেশ