সবরকম বিপর্যয়ের মোকাবিলায় প্রস্তুত রাজ্য: মুখ্যমন্ত্রী

ভূমিকম্পের জেরে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে রাজ্য প্রশাসন। সবরকম পরিস্থিতি মোকাবিলায় তৈরি আছে প্রশাসন। ভূমিকম্পের পর এই আশ্বাসই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জরুরি ভিত্তিতে ছুটি বাতিল করা হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের।

Updated By: Apr 11, 2012, 08:41 PM IST

ভূমিকম্পের জেরে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে রাজ্য প্রশাসন। সবরকম পরিস্থিতি মোকাবিলায় তৈরি আছে প্রশাসন। ভূমিকম্পের পর এই আশ্বাসই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জরুরি ভিত্তিতে ছুটি বাতিল করা হয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের। সতর্ক করা হয়েছে পর্যটকদেরও। সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
 
ভূমিকম্পের জেরে পূর্ব মেদিনীপুর এবং দুই ২৪ পরগনায় সতর্কতা জারি করেছে প্রশাসন। দিঘায় জলোচ্ছ্বাসের আশঙ্কা থাকায় সতর্ক করা হয়েছে পর্যটকদেরও।
বুধবারের কম্পন ভালোমতই অনুভূত হয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে। এছাড়াও হাওড়া, হুগলি, কলকাতাতেও কম্পন টের পাওয়া গেছে। বহু জায়গাতেই পুকুরের জলে আলোড়ন লক্ষ্য করা যায়। অনেক জায়গাতেই আতঙ্কে মানুষজন রাস্তায় বেরিয়ে আসেন।

.