BREAKING: আগামী ২২ মে মাধ্যমিকের ফলপ্রকাশ
আগামী ২২ মে মাধ্যমিকের ফলপ্রকাশ। সকাল ৯ টায় জানা যাবে মাধ্যমিক রেজাল্ট। গত বছর একই দিনে ফলাফল প্রকাশ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। জীবনের প্রথম বড় পরীক্ষার ফলাফল জানার অপেক্ষায় এখন দিনগোনা শুরু পরীক্ষার্থীদের। ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক।
Updated By: May 18, 2015, 02:29 PM IST
![BREAKING: আগামী ২২ মে মাধ্যমিকের ফলপ্রকাশ BREAKING: আগামী ২২ মে মাধ্যমিকের ফলপ্রকাশ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/05/18/38039-mp17515.jpg)
ওয়েব ডেস্ক: আগামী ২২ মে মাধ্যমিকের ফলপ্রকাশ। সকাল ৯ টায় জানা যাবে মাধ্যমিক রেজাল্ট। গত বছর একই দিনে ফলাফল প্রকাশ করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। জীবনের প্রথম বড় পরীক্ষার ফলাফল জানার অপেক্ষায় এখন দিনগোনা শুরু পরীক্ষার্থীদের। ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক।
গতবার মাধ্যমিকে পাশের হার ছিল ৮২.২৪ শতাংশ। কলকাতায় পাশেরর হার ৯০.৮৬ শতাংশ।
(বিস্তারিত খবর একটু পরে)