বায়ুসেনার বিশেষ বিমানে রাজ্যে এলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল
বায়ুসেনার বিশেষ বিমানে রাজ্যে এলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সঙ্গে এনএসজি প্রধান জয়ন্ত চৌধুরী, আই বি প্রধান সৈয়দ আসিফ ইব্রাহিম। বিএসএফের কপ্টারে ইতিমধ্যেই বর্ধমানের পথে এনএসজির প্রতিনিধিরা।
![বায়ুসেনার বিশেষ বিমানে রাজ্যে এলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বায়ুসেনার বিশেষ বিমানে রাজ্যে এলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/10/27/30452-d4.jpg)
ওয়েব ডেস্ক: বায়ুসেনার বিশেষ বিমানে রাজ্যে এলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। সঙ্গে এনএসজি প্রধান জয়ন্ত চৌধুরী, আই বি প্রধান সৈয়দ আসিফ ইব্রাহিম। বিএসএফের কপ্টারে ইতিমধ্যেই বর্ধমানের পথে এনএসজির প্রতিনিধিরা।
খাগড়াগড়ে বিস্ফোরণস্থল ঘুরে দেখার পর দুপুরে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। সূত্রের খবর বৈঠকে রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে রাজ্যের থেকে বর্ধমান বিস্ফোরণকাণ্ডে সব রকম সহযোগিতা চাইবেন অজিত দোভাল।
এনআইএ তদন্ত নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে সংঘাত তৈরি হয়েছে, তা মিটিয়ে ফেলার বার্তা নিয়েই আজকের বৈঠক। ঢাকাকে রিপোর্ট পাঠানোর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেনও দোভাল। ফিরে গিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাঁর রিপোর্ট দেবেন প্রধানমন্ত্রীকে।