থমকে রয়েছে উত্তুরে হাওয়া, তাই শীত এলেও থিতু হচ্ছে না কলকাতায়

রাজ্যে বারবার বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। সেকারণেই থিতু হচ্ছে না শীত। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

Updated By: Jan 11, 2014, 11:17 AM IST

রাজ্যে বারবার বাধা পাচ্ছে উত্তুরে হাওয়া। সেকারণেই থিতু হচ্ছে না শীত। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

আজ সকাল থেকেই ছিল কুয়াশার দাপট। যার জেরে ব্যাহত হয় বিমান চলাচল। বেলা বাড়ার পরেই তা স্বাভাবিক হয়ে যায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর ভারতে ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে ঢুকছে না জলীয় বাস্প। ফলে ফের থমকে যেতে পারে শীত। ফলে শীতের মুখ দেখা থেকে এবার বঞ্চিতই থকতে হচ্ছে রাজ্যবাসীকে। হালকা ঠান্ডা আর ঘন কুয়াশার মাঝেই এবছরের মরসুম কাটাচ্ছে শহরবাসী।

কলকাতায় শীত অধরা হলেও কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তর ও উত্তর-পূর্ব ভারত।

.