ট্যাক্সির পর এবার অটোতেও বসছে "নো রিফিউজাল`
ট্যাক্সির পাশাপাশি এবার সমস্ত অটোর গায়ে নো রিফিউজাল লেখা বাধ্যতামূলক করতে চলেছে পরিবহণ দফতর। পয়লা এপ্রিল থেকেই এই নয়া ব্যবস্থা কার্যকর হতে পারে। এতে কাটা রুটে অটো চলা বন্ধ হবে বলে মনে করছ পরিবহণ দফতর।
ট্যাক্সির পাশাপাশি এবার সমস্ত অটোর গায়ে নো রিফিউজাল লেখা বাধ্যতামূলক করতে চলেছে পরিবহণ দফতর। পয়লা এপ্রিল থেকেই এই নয়া ব্যবস্থা কার্যকর হতে পারে। এতে কাটা রুটে অটো চলা বন্ধ হবে বলে মনে করছ পরিবহণ দফতর।
অটোর গায়ে যে রুট লেখা থাকবে, নো রিফিজাল ব্যবস্থায় সেই পূর্ণাঙ্গ রুটেই চলতে বাধ্য থাকবে অটো। বর্তমান অটোচালকরা এই ব্যবস্থায় আপত্তি তুললে তাদের অটো বাজেয়াপ্ত করে তা নতুন চালকের হাতে তুলে দেওয়া হবে বলে পরিবহণমন্ত্রী মদন মিত্রের হুঁশিয়ারি।
এর আগে ট্যাক্সির ক্ষেত্রেও যাত্রী প্রত্যাখ্যান করলে লাইসেন্স বাজেয়াপ্ত করার হুমকি দিয়েছেন মদন মিত্র।