অভিষেকের শারীরিক অবস্থার কোনও উন্নতি নেই
অভিষেক ব্যানার্জির অবস্থায় বিশেষ হেরফের নেই। একইরকম অবস্থায় রয়েছেন সাংসদ, জানানো হল সকালের মেডিক্যাল বুলেটিনে।
Updated By: Oct 22, 2016, 02:34 PM IST
![অভিষেকের শারীরিক অবস্থার কোনও উন্নতি নেই অভিষেকের শারীরিক অবস্থার কোনও উন্নতি নেই](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/10/22/68584-o-abhishek-banerjee-mamata-facebook.jpg)
ওয়েব ডেস্ক : অভিষেক ব্যানার্জির অবস্থায় বিশেষ হেরফের নেই। একইরকম অবস্থায় রয়েছেন সাংসদ, জানানো হল সকালের মেডিক্যাল বুলেটিনে।
তাতে বলা হয়েছে, এখনও জ্বর রয়েছে অভিষেকের। সঙ্গে সারা শরীরে ব্যাথা। দরকার মতো অক্সিজেনও দেওয়া হচ্ছে তাঁকে। গতকাল তাঁর চোখের সবরকম পরীক্ষা হয়েছে। প্রবীণ চিকিত্সক সুকুমার মুখার্জিও তাঁকে দেখেছেন।
গতরাতে স্পেশাল ক্রিটিকাল কেয়ার রুমে তাঁকে রাখা হয়। চলছে লাগাতার পর্যবেক্ষণ। গত মঙ্গলবার বহরমপুর থেকে কলকাতা ফেরার পথে, দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গাড়ি উল্টে জখম হন অভিষেক।
আরও পড়ুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী