নতুন রূপে ন্যাশনাল লাইব্রেরি এখন লিটারেচার মিউজিয়াম
![নতুন রূপে ন্যাশনাল লাইব্রেরি এখন লিটারেচার মিউজিয়াম নতুন রূপে ন্যাশনাল লাইব্রেরি এখন লিটারেচার মিউজিয়াম](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/01/29/34205-nationallibrary.jpg)
নতুন রূপে, নয়া আঙ্গিকে ফিরে আসছে ন্যাশনাল লাইব্রেরির পুরনো বিল্ডিং। তবে লাইব্রেরি হিসেবে নয়, তার বদলে সর্বসমক্ষে আসতে চলেছে লিটারেচার মিউজিয়াম।
কলকাতার গর্ব। ঐতিহ্যমণ্ডিত ন্যাশনাল লাইব্রেরি। যার আনাচে-কানাচে ছড়িয়ে নানা ইতিহাস। বইয়ের এমন এক জগত্, যার খ্যাতি ছড়িয়ে গোটা জগতজুড়ে। আজ থেকে নয়, বহু যুগ ধরে। সংস্কারের জন্য ন্যাশনাল লাইব্রেরির পুরনো বিল্ডিংটি কয়েক বছর আগেই বন্ধ করে দেওয়া হয়। বদলে আলিপুরেই একটি নতুন ভবন এখন লাইব্রেরির নতুন ঠিকানা। ক্যাম্পাস এক। শুধু বিল্ডিং আলাদা।
পুরনো বিল্ডিংটিকে আগেই হেরিটেজ বিল্ডিং ঘোষণা করা হয়েছে। এ বাড়ির যাবতীয় দায়িত্ব আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হাতে। চলছে সংস্কার। যা শেষ হলে কলকাতার বুকে আত্মপ্রকাশ ঘটবে এক অনন্য লিটারেচার মিউজিয়ামের। প্রথম ধাপের কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। কেন্দ্রীয় অনুদান হাতে এলে শুরু হয়ে যাবে দ্বিতীয় পর্যায়ের কাজ। সব শেষ হতে অন্তত বছর তিনেক সময় লাগবে বলে মনে করছে ন্যাশনাল লাইব্রেরি কর্তৃপক্ষ।