বকেয়া টাকা চেয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যের
বকেয়া টাকা চেয়ে এবার কেন্দ্রকে চিঠি দিল রাজ্য। কেন্দ্রের কাছে খাদ্য দফতরের ১৬০০ কোটি টাকা বকেয়া রয়েছে । পুরোটাই খাদ্য সুরক্ষা প্রকল্পের টাকা।
Updated By: Mar 24, 2017, 08:29 PM IST
![বকেয়া টাকা চেয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যের বকেয়া টাকা চেয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/03/24/81580-nabanna-1.jpg)
ওয়েব ডেস্ক : বকেয়া টাকা চেয়ে এবার কেন্দ্রকে চিঠি দিল রাজ্য। কেন্দ্রের কাছে খাদ্য দফতরের ১৬০০ কোটি টাকা বকেয়া রয়েছে । পুরোটাই খাদ্য সুরক্ষা প্রকল্পের টাকা।
প্রায় ছ মাস ধরে এই টাকা আটকে রয়েছে। বাধ্য হয়েই নিজস্ব কোষাগারের টাকা খরচ করে প্রকল্প চালাতে হচ্ছিল রাজ্যকে। টাকার অভাবে সরকারের সেই প্রকল্পে তৈরি হচ্ছিল সমস্যা। রাজ্যের দাবি, এমন ভাবে চললে সাধারণ মানুষকে রেশন দেওয়ায় সমস্যা তৈরি হবে। ফলে বাধ্য হয়েই এবার কেন্দ্রর কাছে বকেয়া টাকা চেয়ে চিঠি দিল রাজ্য।