শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার শহরের উবের চালক

শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হল উবের চালক। গত চৌঠা জুলাই জেডি ব্লকে যাওয়ার উদ্দেশে উবেরে ওঠেন এক তরুণী এবং তাঁর বন্ধু। বেলেঘাটা কানেক্টরে বন্ধুকে নামিয়ে দেওয়ার কথা বলেন তরুণী। অভিযোগ, সেইসময় চালক রাজি না হলেও পরে তরুণীর বন্ধুকে বেলেঘাটা কানেক্টরে নামিয়ে দেয় উবেরচালক। তরুণীর অভিযোগ, এরপর তাঁর বাড়ির কিছুটা আগেই তাঁকে নামিয়ে দেয় উবেরচালক।

Updated By: Jul 6, 2016, 05:45 PM IST
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার শহরের উবের চালক

ওয়েব ডেস্ক: শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হল উবের চালক। গত চৌঠা জুলাই জেডি ব্লকে যাওয়ার উদ্দেশে উবেরে ওঠেন এক তরুণী এবং তাঁর বন্ধু। বেলেঘাটা কানেক্টরে বন্ধুকে নামিয়ে দেওয়ার কথা বলেন তরুণী। অভিযোগ, সেইসময় চালক রাজি না হলেও পরে তরুণীর বন্ধুকে বেলেঘাটা কানেক্টরে নামিয়ে দেয় উবেরচালক। তরুণীর অভিযোগ, এরপর তাঁর বাড়ির কিছুটা আগেই তাঁকে নামিয়ে দেয় উবেরচালক।

তরুণীর সঙ্গে বচসা বাধে তার। এমনকি তাঁর শ্লীলতাহানির চেষ্টাও করে উবেরচালক। এমনই অভিযোগ তরুণীর। গতকাল বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। উবেরচালক সন্তু প্রামাণিককে গ্রেফতার করেছে পুলিস। 

.