Mahakumbh 2025: মহাকুম্ভের মাঝেই বাতিল বহু ট্রেন, বন্ধ প্রয়াগরাজ স্টেশনও!

Mahakumbh 2025:  বিপাকে পূণ্যার্থীরা।

Updated By: Feb 19, 2025, 09:42 PM IST
Mahakumbh 2025: মহাকুম্ভের মাঝেই বাতিল বহু ট্রেন, বন্ধ প্রয়াগরাজ স্টেশনও!

অয়ন ঘোষাল:  প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। সেই আবহেই বাতিল বহু ট্রেন! তালিকায় প্রয়াগরাজ ছুঁয়ে যায়, এমন ১৬ ট্রেনও। আজ, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত শুধুমাত্র পূর্ব রেলেই বাতিল আপ ও ডাউন মিলিয়ে ১২ ট্রেন। কেন? রেলের তরফে জানানো হয়েছে, 'অপারেশনাল প্রবলেম'।

আরও পড়ুন:  Mahakumbh 2025: মহাকুম্ভে পুণ্যস্নান, অযোধ্যায় রামমন্দির গিয়ে এবার নিখোঁজ বর্ধমানের প্রৌঢ়া!

এখনও এক সপ্তাহ বাকি। ২৬ ফ্রেরুয়ারি শিবরাত্রি দিনে প্রয়াগরাজে শেষ হবে মহাকুম্ভ মেলা। সেদিন পর্যন্ত বন্ধ থাকবে  প্রয়াগরাজ সঙ্গম স্টেশন। তবে আশেপাশে স্টেশনগুলিতে অবশ্য় ট্রেন চলবে স্বাভাবিক নিয়মেই। রেলে তরফে জানানো হয়েছে,  প্রয়াগরাজ ডিভিশনে  , 'অপারেশনাল প্রবলেমে' জন্য একাধিক ট্রেন বাতিল করে দিয়েছে পূর্ব  ও উত্তর-পূর্ব রেলওয়ে। প্রয়াগরাজ সঙ্গম স্টেশনে  উত্তর-পূর্ব রেলওয়ের অধীনে। 

ট্রেন বাতিল
--
১২৩১১ হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেস(২০ ও ২১ ফেব্রুয়ারি)

১২৩১২- হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেস(২০ ও ২১ ফেব্রুয়ারি)

২২৩০৮- বিকানির-হাওড়া সুপার ফাস্ট এক্সপ্রেস(১৯ ফেব্রুয়ারি)

২২৩০৭- হাওড়া-বিকানির সুপার ফাস্ট এক্সপ্রেস(২১ ফেব্রুয়ারি)

১২৩০৮-- যোধপুর- হাওড়া সুপার ফাস্ট এক্সপ্রেস(২০ ও ২১ ফেব্রুয়ারি) 

১২৩০৭- হাওড়া-যোধপুর সুপার ফাস্ট এক্সপ্রেস(২২ ও ২৩ ফেব্রুয়ারি)

২০৯৭৬- আগ্রা ক্যানটনমেন্ট-হাওড়া চম্বল এক্সপ্রেস(২০ ফেব্রুয়ারি)

১২১৭৭-- হাওড়া-মথুরা জংশন চম্বল এক্সপ্রেস(২১ ফেব্রুয়ারি)

২২৯১১-- ইন্দোর-হাওড়া শিপ্রা এক্সপ্রেস(২০ ফেব্রুয়ারি)

২২৯১২- হাওড়া-ইন্ডোর শিপ্রা এক্সপ্রেস(২০ ও ২২ ফেব্রুয়ারি)

২২৪৬৬-  আনন্দবিহার টার্মিনাল-মধুপুর বাবা বৈদ্যনাথ ধাম দেওঘর এক্সপ্রেস(১৯ ফেব্রুয়ারি)

২২৪৬৫- মধুপুর-আনন্দবিহার টার্মিনাল বাবা বৈদ্যনাথ ধাম দেওঘর এক্সপ্রেস (২০ ফেব্রুয়ারি)

১৯৪৩৫- আহমেদাবাদ জংশন-আসানসোল উইকলি এক্সপ্রেস (২০ ফেব্রুয়ারি)

১৯৪৩৬- আসানসোল জংশন-আহমেদাবাদ উইকলি এক্সপ্রেস (২২ ফেব্রুয়ারি)

 

এদিকে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা তখনও শুরু হয়নি। অতিরিক্ত পাঁচ হাজার ট্রেন চালানোর কথা ঘোষণা করেছিল রেল।  কিন্তু মেলা শুরু হতেই ট্রেনগুলিতে ভিড় উপচে পড়ে। এমনকী, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের মতো ঘটনা ঘটেছে। এই পরিস্থিতি ফের ট্রেন বাতিলের পথে হাঁটল রেল।

আরও পড়ুন:  Big Landslide: ভয়ংকর! হঠাৎই প্রচণ্ড শব্দ করে ফেটে পড়ল বিস্তীর্ণ এলাকা! চৌচির মাটিতে নামল বিশাল ধস...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.