আলিপুর চিড়িয়াখানায় নতুন ভবনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর
আলিপুর চিড়িয়াখানায় চারটি নতুন ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। পাখিদের খাঁচা স্বর্ণময়ী হাউস, পুনর্গঠিত মল্লিক হাউস, সাপের খাঁচা সরীসৃপ ভবন, বিড়াল প্রজাতির প্রাণীদের নতুন খাঁচা। সবকটি ভবনের যাত্রা শুরু হল মুখ্যমন্ত্রীর হাত ধরেই। নবগঠিত সাপের খাঁচায় কিছুক্ষণ সময় কাটান মুখ্যমন্ত্রী। কথা বলেন, কিউরেটরের সঙ্গে।
Updated By: Oct 20, 2014, 03:57 PM IST
![আলিপুর চিড়িয়াখানায় নতুন ভবনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর আলিপুর চিড়িয়াখানায় নতুন ভবনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/10/20/30206-z300.jpg)
ওয়েব ডেস্ক: আলিপুর চিড়িয়াখানায় চারটি নতুন ভবনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। পাখিদের খাঁচা স্বর্ণময়ী হাউস, পুনর্গঠিত মল্লিক হাউস, সাপের খাঁচা সরীসৃপ ভবন, বিড়াল প্রজাতির প্রাণীদের নতুন খাঁচা। সবকটি ভবনের যাত্রা শুরু হল মুখ্যমন্ত্রীর হাত ধরেই। নবগঠিত সাপের খাঁচায় কিছুক্ষণ সময় কাটান মুখ্যমন্ত্রী। কথা বলেন, কিউরেটরের সঙ্গে।