রথের রশিতে টান দিলেন মমতা - দিলীপ
প্রতিবারের মতো এবারও কলকাতায় ইসকনের রথে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরতির পাশাপাশি রথের পথ ঝাঁট দেন শুরু করেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, ধর্ম যার যার, উত্সব সবার।
![রথের রশিতে টান দিলেন মমতা - দিলীপ রথের রশিতে টান দিলেন মমতা - দিলীপ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/rath726.jpg)
নিজস্ব প্রতিবেদন: রথের দিনে দেবতার মতো পথে নামলেন রাজনৈতিক নেতারাও কোথাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো কোথাও বিজেপি নেতা দিলীপ ঘোষ, রথের রশিতে টান দিয়ে জনসংযোগের সুযোগ ছাড়লেন না কেউই।
প্রতিবারের মতো এবারও কলকাতায় ইসকনের রথে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরতির পাশাপাশি রথের পথ ঝাঁট দেন শুরু করেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন, ধর্ম যার যার, উত্সব সবার।
ওদিকে মহাজাতি সদনের সামনে রথযাত্রায় অংশগ্রহণ করেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন, জাতি ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষ মনের কলুষতা দূর করতে রথ টানে। আমিও সেই জনস্রোতে সামিল হয়েছি।
টিভি দেখায় দাদা ও মায়ের বকুনি, গায়ে আগুন দিয়ে আত্মঘাতী অভিমানী ষোড়শী
এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে রথযাত্রায় অংশগ্রহণ করেন রাজনৈতিক নেতারা। এক্ষেত্রে শাসকদল তৃণমূল ছিল অগ্রগণ্য। তবে পিছিয়ে ছিল না বিজেপিও।