বাংলায় এনআরসি হবে না, তবে ভোটার তালিকায় নামটা তুলে রাখুন: মমতা
রাজ্যে ভোটার তালিকা সংশোধন ও ডিজিটাল রেশন কার্ড নিয়ে ছড়িয়েছে এনআরসি গুজব।
![বাংলায় এনআরসি হবে না, তবে ভোটার তালিকায় নামটা তুলে রাখুন: মমতা বাংলায় এনআরসি হবে না, তবে ভোটার তালিকায় নামটা তুলে রাখুন: মমতা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/09/20/209788-mamatanrc1.jpg)
নিজস্ব প্রতিবেদন: এনআরসি-কে রাজনৈতিক হাতিয়ার করা হচ্ছে। অপপ্রচারে কান দেবেন না। আমি থাকতে পশ্চিমবঙ্গে এনআরসি হবে না। রাজধানী থেকে ফিরে রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ভোটার তালিকায় নামটা তুলে রাখার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।
রাজ্যে ভোটার তালিকা সংশোধন ও ডিজিটাল রেশন কার্ড নিয়ে ছড়িয়েছে এনআরসি গুজব। রাজ্যবাসীর আশঙ্কিত হওয়ার কারণ নেই বলে স্পষ্ট করলেন মমতা। বললেন,''কিছু অপপ্রচার চলছে। বাংলায় এনআরসি নিয়ে দিল্লিতে কথা হয়নি। রাজনৈতিক কারণে বাংলায় এনআরসি নিয়ে ভয় দেখাচ্ছে। উস্কানিমূলক কথা বলছে। এতে মানুষের হৃদয়ে দুঃখ লাগছে।''
রাজ্যবাসীকে মমতার আশ্বাস, বাংলার মানুষকে আশ্বাস করব, কোনও এনআরসি হবে না এখানে। আমাকে বিশ্বাস করেন তো! এনআরসি নিয়ে রাজনৈতিক প্রচার করছে। এটা রাজনীতির হাতিয়ার। বাংলায় প্রশ্নই আসে না। হবে না হবে হবে না। ভয় পেয়ে লাইনে দাঁড়ানো। ভয় পেয়ে শরীর খারাপ করা। চিন্তা করার কোনও কারণ নেই। ভোটার তালিকায় নাম রয়েছে। নিজের নামে জমি-বাড়ি আছে, আবার কী চাই? ভোট দেওয়া মানে নাগরিক, এটাই তো আপনার সম্বল। এটা ডিজিটাল রেশন কার্ড। এটা সুযোগ দেওয়া হটচ্ছে। এটার সঙ্গে এনআরসি-র সম্পর্ক নেই। চিন্তার কারণ নেই। আপনাদের কারও গায়ে হাত দিতে গেলে মমতার গায়ে হাত দিতে হবে। আপনাদের পাহারাদার ছিলাম, থাকব।
তবে ভোটার তালিকায় নাম তোলার জন্য অনুরোধ করেছেন মমতা। তাঁর বার্তা, একটু চেক করে নিন। ভোটার লিস্টে নামটা তুলে রাখবেন।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বাংলায় এনআরসি নিয়ে কোনও কথা হয়নি বলে আরও একবার জানিয়েছেন মমতা। তাঁর কথায়,''অসমে এনআরসি-র জন্য কত মানুষ মারা গিয়েছে। এনআরসি-র জন্য বলতেই তো দিল্লি গেলাম। বিষয়টি দেখে স্বরাষ্ট্রমন্ত্রক। তাই বলে এলাম দিল্লি গিয়ে।''
আরও পড়ুন- অসমে কংগ্রেসের আমলে এনআরসি হয়েছিল, দিল্লি থেকে ফিরে বললেন মমতা