হাওড়ার পর বুলবুলের প্রভাবে এবার ট্রেন বাতিল শিয়ালদাতেও

হাওড়া-পাঁশকুড়া-দীঘা লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

Updated By: Nov 9, 2019, 08:35 PM IST
হাওড়ার পর বুলবুলের প্রভাবে এবার ট্রেন বাতিল শিয়ালদাতেও

নিজস্ব প্রতিবেদন:  হাওড়ার পর বুলবুলের প্রভাবে এবার ট্রেন বাতিল করা হল শিয়ালদাতেও। ঘূর্ণিঝড় বুলবুলের জেরে শুক্রবার থেকেই বিপর্যস্ত জনজীবন। ইতিমধ্যেই প্রবল শক্তি বাড়িয়ে গঙ্গাসাগরে ঢুকে পড়েছে বুলবুল। এদিকে বিপর্যয় মোকাবিলায় একাধিক ব্যবস্থাও নিয়েছে রাজ্য প্রশাসন। ইতিমধ্যেই বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন।

হাওড়া থেকে পাঁশকুড়া-দীঘা, হাওড়া-পাঁশকুড়া-দীঘা লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এদিকে শিয়ালদা দক্ষিণ শাখাতেও বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। রাত নটার পর থেকে শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর এবং শিয়ালদা-নামখানা লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে। ঘূর্ণিঝড় বুলবুলের গতি বাড়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে। রাত নটার পর থেকে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত কোনও ট্রেন যাবে না। যাবে বারুইপুর পর্যন্ত।

আরও পড়ুন - স্থলভাগে ঢুকে পড়ল অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় 'বুলবুল', শুরু প্রবল ঝড়-বৃষ্টি

এদিকে আজ সকালেই মোট ২৩টি বিমান বাতিল করেছে ইন্ডিগো বিমান সংস্থা। সন্ধে ৬টার পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে দমদম বিমানবন্দরও।

.