Kolkata Fire: শহরে পর পর ৩ জায়গায় অগ্নিকাণ্ড
একদিকে ট্যাংরা, অন্যদিকে শোভাবাজার, আরেকদিকে নারায়ণপুরে অগ্নিকাণ্ড।
নিজস্ব প্রতিবেদন : শহরে ফের আগুন। এক জায়গায় নয়। তিন-তিনটি জায়গায়। একদিকে ট্যাংরা, অন্যদিকে শোভাবাজার, আরেকদিকে নারায়ণপুরে অগ্নিকাণ্ড।
ট্যাংরায় কিলখানা রোডে আগুন লাগে। একটি প্লাস্টিকের গোডাউনে এই আগুন লাগে। আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে আসে ৫টি ইঞ্জিন। যুদ্ধকালীন তত্পরতায় আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অন্যদিকে, শোভাবাজারে হরি বোস লেনেও এদিন ভোরে আগুন লাগে। ভোর ৪টে নাগাদ আগুন লাগে। একটি ঘরে আগুন লাগে। জানা যাচ্ছে, ঘরের ভেতরে ৬টি সিলিন্ডার মজুত ছিল। স্খানীয়রা লোকেরা সেই সিলিন্ডার ঘর থেকে বের করে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ২টো ইঞ্জিন। বেশ খানিকক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এর পাশাপাশি, নারায়ণপুর থানার অন্তর্গত মণিখোলাতেও আগুন লাগে। একটি ফোম কারখানাতেও বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ৩টি ইঞ্জিন। প্রায় ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আরও পড়ুন, বাইপাসে বেপরোয়া গতির শিকার ১, আহত ৬, আটক গাড়িচালক