Kolkata Book Fair: পিছিয়ে গেল বইমেলা, উদ্বোধনের নয়া দিনক্ষণ ঘোষণা গিল্ডের
জানুয়ারির শেষদিনে বইমেলা শুরু হওয়ার কথা ছিল।
নিজস্ব প্রতিবেদন: পিছিয়ে গেল কলকাতা বইমেলা (Kolkata Book Fair)। ৩১ জানুয়ারি নয়, ২৮ ফ্রেরুয়ারি সল্টলেকের সেন্ট্রাল পার্কেই শুরু হবে মেলা। কেন? গিল্ডের (Book Sellers and Publishers Guild) সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় জানিয়েছেন, কোভিড পরিস্থিতি ও বিধাননগর পুরনিগমে ভোটের কারণে বইমেলার পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছিল। ৩১ জানুয়ারি থেকে ১৩ ফ্রেরুয়ারি পর্যন্ত সল্টলেকের সেন্ট্রাল পার্কে বইমেলার আয়োজন প্রস্তুতি চলছিল জোরকদমে। কোভিড কারণে গতবছর মেলা হয়নি। এবছর ভিড় নিয়ন্ত্রণ ও কোভিড বিধি নিয়ে সতর্ক ছিলেন আয়োজকরা। বুকসেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, বইমেলায় প্রবেশের ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক। শারীরিক দূরত্ব-সহ মেনে চলতে হবে অন্যন্য কোভিড বিধিও।
আরও পড়ুন: Covid Restriction: জিম খোলার অনুমতি নবান্নের; ছাড় আউটডোর শুটিং ও যাত্রায়
এদিকে নতুন বছরের শুরু থেকে রাজ্যের করোনা গ্রাফ উর্ধ্বমুখী। একেবারে শেষ মুহুর্তের স্থগিত হয়ে গিয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সরকার চাইলে বইমেলা-ও পিছিয়ে দিতে পারে। মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে সেই প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বুকসেলার্স অ্যান্ড পাবলিশার্স গিল্ড। সংস্থার সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় জি ২৪ ঘণ্টাকে জানিয়েছিলেন, 'আমরা সমস্ত আয়োজন করে রেখেছি। মানুষজনকেও বলছি, মেলায় প্রবেশ করতে গেলে ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া আবশ্যক। কিন্তু সেটাই বা কতটা নির্ভরযোগ্য বা যুক্তিযুক্ত হবে? তা নিয়ে চিন্তায় আছি'। শেষপর্যন্ত বইমেলা প্রায় একমাস পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল।
আরও পড়ুন: Puppies Killed In Fire: 'কোথায় আমার ৭ সন্তান?' ধ্বংসস্তূপে পাগলের মত খুঁজে চলেছে মা সারমেয়
এদিকে কোভিড পরিস্থিতিতে পিছিয়ে গিয়েছে পুরভোটও (Municipalty Election)। ২২ জানুয়ারির বদলে ১২ ফ্রেরুয়ারি ভোট হবে বিধাননগর পুরনিগমে (BMC)। ২৫ জানুয়ারি ফল ঘোষণা। ভোটের পরই সল্টলেকের সেন্টাল পার্কে শুরু হতে চলেছে কলকাতা বইমেলা।