পরপুরুষের সঙ্গে স্ত্রীর পরকীয়া, স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী!
স্ত্রীর সঙ্গে অন্য পুরুষের শারীরিক সম্পর্ক দেখে ফেলায় রাতের অন্ধকারে স্ত্রীকে কোপাল স্বামী। বাধা দিতে গিয়ে গুরুতর আহত হলেন বাবা। প্রথমে বেহালার বিদ্যাসাগর হাসপাতাল, পরে মোমিনপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ঝর্না ও প্রভাতকে।।
![পরপুরুষের সঙ্গে স্ত্রীর পরকীয়া, স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী! পরপুরুষের সঙ্গে স্ত্রীর পরকীয়া, স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/06/17/58084-behala.jpg)
ওয়েব ডেস্ক: স্ত্রীর সঙ্গে অন্য পুরুষের শারীরিক সম্পর্ক দেখে ফেলায় রাতের অন্ধকারে স্ত্রীকে কোপাল স্বামী। বাধা দিতে গিয়ে গুরুতর আহত হলেন বাবা। প্রথমে বেহালার বিদ্যাসাগর হাসপাতাল, পরে মোমিনপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ঝর্না ও প্রভাতকে।
বেহালার সরশুনার সোনামুখী রোডের বাসিন্দা স্বপন সরকার। বাড়িতে থাকেন তাঁর স্ত্রী ঝর্না সরকার এবং বাবা প্রভাত সরকার। বাড়িতেই তাঁরা গাঁজার ব্যবসা করেন বলে অভিযোগ। দিনের অধিকাংশ সময় স্বপন মাদকাসক্ত থাকেন বলে অভিযোগ প্রতিবেশীদের। এর মধ্যে অন্য পুরুষের সঙ্গে ঝর্নার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। তা জেনে ফেলায় বৃহস্পতিবার রাতে ঝর্নার ওপর চড়াও হন স্বপন। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপাতে থাকেন। বাধা দিতে গিয়ে গুরুতর আহত হন স্বপনের বাবা প্রভাত সরকার। স্বপনকে আটক করেছে পুলিস।