জালচক্রে CID-র জালে এবার কোঠারি মেডিক্যালের নামী ডাক্তার
কলকাতায় ফের এক জাল চিকিত্সক গ্রেফতার। ধৃতের নাম অজয় তিওয়ারি। শহরের নামী হাসপাতাল কোঠারি মেডিক্যাল সেন্টারের সঙ্গে প্রায় দু দশক যুক্ত ছিলেন তিনি। রাতে খিদিরপুরের একটি ক্লিনিক থেকে তাঁকে গ্রেফতার করে CID।
![জালচক্রে CID-র জালে এবার কোঠারি মেডিক্যালের নামী ডাক্তার জালচক্রে CID-র জালে এবার কোঠারি মেডিক্যালের নামী ডাক্তার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/06/04/87029-kotharimedicalcentrekolkata.jpg)
ওয়েব ডেস্ক : কলকাতায় ফের এক জাল চিকিত্সক গ্রেফতার। ধৃতের নাম অজয় তিওয়ারি। শহরের নামী হাসপাতাল কোঠারি মেডিক্যাল সেন্টারের সঙ্গে প্রায় দু দশক যুক্ত ছিলেন তিনি। রাতে খিদিরপুরের একটি ক্লিনিক থেকে তাঁকে গ্রেফতার করে CID।
নিজেকে গ্যাস্ট্রো এনট্রোলজিস্ট হিসেবে পরিচয় দেওয়া অজয় তিওয়ারির MBBS ডিগ্রিই নেই। নেই এরাজ্যের রেজিস্ট্রেশনও। অসমের রেডিস্ট্রেশন নম্বর নিয়ে দু'দশক এরাজ্যে পসার জমান তিনি।
গতকাল অজয় তিওয়ারিকে নিয়ে তাঁর বাড়িতেও তল্লাসি চালান গোয়েন্দারা। চিকিত্সার পসার জমাতে কার কার কাছ থেকে তিনি সাহায্য পেয়েছিলেন সেটাই এখন জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।
আরও পড়ুন, রাষ্ট্রপতি পুরস্কার পাওয়া চিকিত্সকও ভুয়ো!