Electricity Theft: বিদ্যুৎ চুরি প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের, থানায় অভিযোগ দায়ের রহমত আলম আনসারীর বিরুদ্ধে

১৩৭ নম্বর ওয়ার্ড মেটিয়াবুরুজ এর টিএমসির প্রাক্তন কাউন্সিলর রহমত আলম আনসারীর বিরুদ্ধে অভিযোগ যে রহমত আলম আনসারী তার বাড়ি সামনে তার নিজের পার্টি অফিসের পিছনে সিএসসির বিদ্যুৎ ট্রান্সফরমার থেকে চুরি করে বেশ কয়েকটি ফিউজ এর মাধ্যমে স্থানীয় মানুষদেরকে বিদ্যুৎ বিক্রি করতো এবং নিজের বাড়ির সমস্ত বিদ্যুৎ এর সরঞ্জাম চালাতো। পাশাপাশি তার কারখানার বেশ কিছু মেশিন চালাতো বলেও অভিযোগ।

Updated By: Apr 24, 2023, 08:20 AM IST
Electricity Theft: বিদ্যুৎ চুরি প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের, থানায় অভিযোগ দায়ের রহমত আলম আনসারীর বিরুদ্ধে
নিজস্ব চিত্র

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলকাতা কর্পোরেশনের টিএমসির প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ। হাতেনাতে ধরার পর স্থানীয় লোকদের বিক্ষোভ প্রাক্তন কাউন্সিলরের বাড়ির সামনে।

১৩৭ নম্বর ওয়ার্ড মেটিয়াবুরুজ এর টিএমসির প্রাক্তন কাউন্সিলর রহমত আলম আনসারীর বিরুদ্ধে অভিযোগ যে রহমত আলম আনসারী তার বাড়ি সামনে তার নিজের পার্টি অফিসের পিছনে সিএসসির বিদ্যুৎ ট্রান্সফরমার থেকে চুরি করে বেশ কয়েকটি ফিউজ এর মাধ্যমে স্থানীয় মানুষদেরকে বিদ্যুৎ বিক্রি করতো এবং নিজের বাড়ির সমস্ত বিদ্যুৎ এর সরঞ্জাম চালাতো। পাশাপাশি তার কারখানার বেশ কিছু মেশিন চালাতো বলেও অভিযোগ।

রবিবার এক ব্যক্তি সেই মিটার ঘরটি দেখতে পেয়ে ১৩৭ নম্বর ওয়ার্ড-এর বর্তমান কংগ্রেস-এর কাউন্সিলর ওয়াসিম আনসারী কে খবর দেয়। ওয়াসিম আনসারী যখন লোকজন নিয়ে ওখানে যান তখন দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখেন যে বেশ কয়েকটি ফিউজ করা রয়েছে এবং ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ লাইন আসছে নির্দিষ্ট জায়গায় রাখা ফিউজে।

সেই ফিউজ থেকে রহমত আলম আনসারীর বাড়িতে বিদ্যুৎ লাইন গিয়েছে। অভিযোগ যখন বর্তমান কাউন্সিলর ঘটনাস্থলে যখন যায় সেই সময় ওয়াসিম আনসারীর উপরে প্রাক্তন কাউন্সিলর রহমত আনসারী চড়াও হয়। এলাকায় তারপর উত্তেজনা ছড়ায় প্রচুর লোকজন জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকে প্রাক্তন কাউন্সিলরের বাড়ির সামনে এবং প্রাক্তন কাউন্সিলর কে মারধর করে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: Nitish Kumar In Kolkata: নজরে ২৪, মমতার সঙ্গে বৈঠক করতে কলকাতায় আসছেন নীতীশ কুমার

খবর পেয়ে মেটিয়াবুরুজ থানা এবং রাজাবাগান থানার পুলিস এসে পরিস্থিতি সামাল দেয়। সিএসসি এসে ওই ফিউজ থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। এলাকার মানুষের অভিযোগ অভিযুক্ত রহমত আলম আনসারী বেশ কয়েক বছর ধরে এরকম ভাবে বিদ্যুৎ চুরি করে চালাচ্ছে। আজ তারা হাতেনাতে ধরে ফেলে এবং তারা চায়  রহমত আলম আনসারীর যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।

আরও পড়ুন: Salltake Fire: একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ! সল্টলেকে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড...

ইতিমধ্যে বর্তমান কাউন্সিলর ওয়াসিম আনসারীর তরফ থেকে মেটিয়াবুরুজ থানাতে একটি অভিযোগ  করা হয়েছে। বিদ্যুৎ চুরির প্রসঙ্গকে উল্লেখ করে রহমত আলম আনসারির বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে। এলাকায় উত্তেজনা রয়েছে এবং পুলিস মোতায়েন রয়েছে। যদিও অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলর রহমতে আলম আনসারীর বক্তব্য তিনি কোনও রকম বিদ্যুৎ চুরি করেননি এবং কে করেছে তিনি জানেন না।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

 

.