Online Admission: কলেজ-বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির প্রক্রিয়া স্থগিত শিক্ষা দফতরের
এক্ষেত্রে নির্দিষ্টভাবে আরও কিছু তথ্য ও ফুলপ্রুফ পরিকল্পনার ভিত্তিতে এগোতে চাইছে দফতর।
![Online Admission: কলেজ-বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির প্রক্রিয়া স্থগিত শিক্ষা দফতরের Online Admission: কলেজ-বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির প্রক্রিয়া স্থগিত শিক্ষা দফতরের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/06/28/380476-admission.jpg)
শ্রেয়সী গাঙ্গুলি: কেন্দ্রীয়ভাবে অনলাইনে কলেজে ভর্তির পরিকল্পনা স্থগিত। কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরিকল্পনা আপাতত স্থগিত। ভর্তির প্রক্রিয়া আপাতত স্থগিত শিক্ষা দফতরের।
মঙ্গলবার সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই বৈঠকেই কলজে-বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। সূত্রের খবর, তাতেই সিদ্ধান্ত হয় যে, এবছর সেন্ট্রালাইজড অনলাইন অ্যাডমিশন প্রক্রিয়ায় যাওয়া হবে না।
কেন এই সিদ্ধান্ত?
এক্ষেত্রে নির্দিষ্টভাবে আরও কিছু তথ্য ও ফুলপ্রুফ পরিকল্পনার ভিত্তিতে এগোতে চাইছে দফতর। তাতে ছাত্রছাত্রীদেরই সুবিধা হবে। মনে করছে দফতর। তাই এবছরই কেন্দ্রীয়ভাবে অনলাইন ভর্তির প্রক্রিয়া হচ্ছে না। পৃথক পৃথকভাবে যেমন হত তেমনই হবে। প্রসঙ্গত, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হতে এখনও দেরি আছে। এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে সেটাও ভাবা হয়েছে।
SSC: এসএসসি নিয়োগ দুর্নীতিতে আর্থিক লেনদেন! ববিতা সরকারের মামলায় তদন্ত শুরু ইডির