যাদবপুরের আন্দোলনকারী ছাত্রীদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য ফের বিতর্কে দিলীপ ঘোষ
যাদবপুরের আন্দোলনকারী ছাত্রীদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য..ফের বিতর্কে দিলীপ ঘোষ..বিজেপি রাজ্য সভাপতির মন্তব্য ঘিরে নিন্দার ঝড় সব মহলে...
![যাদবপুরের আন্দোলনকারী ছাত্রীদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য ফের বিতর্কে দিলীপ ঘোষ যাদবপুরের আন্দোলনকারী ছাত্রীদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য ফের বিতর্কে দিলীপ ঘোষ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/05/14/55376-dilipghosh14-5-16.jpg)
ওয়েব ডেস্ক: যাদবপুরের আন্দোলনকারী ছাত্রীদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য..ফের বিতর্কে দিলীপ ঘোষ..বিজেপি রাজ্য সভাপতির মন্তব্য ঘিরে নিন্দার ঝড় সব মহলে...
কার্ড- ইস্যু স্লোগান বিতর্ক আরও একবার বিজেপি রাজ্য নেতৃত্বের নিশানায় যাদবপুর..এবার তোপের মুখে আন্দোলনকারী ছাত্রীরা..বিজেপি রাজ্য সভাপতির এমন মন্তব্য ঘিরে নিন্দার ঝড় সব মহলে..
কিন্তু, প্রশ্ন বার বার কেন যাদবপুরকে নিশানা করছে বিজেপি? রাজনৈতিক মহল বলছে, JNU-র পর এবার আগাগোড়া অতিবাম মনস্ক রাজনীতির পীঠস্থান যাদবপুরে আধিপত্য বিস্তার করতে চাইছে গেরুয়া শিবির.. কিন্তু, বার বার তা যাদবপুরের ছাত্রছাত্রীদের তরফে এসেছে প্রতিবাদ.. স্লোগান বিতর্কের সময়ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে পারেন নি রূপা গাঙ্গুলি.. এবারও ছবি প্রদর্শন ঘিরে যাদবপুর অভিযানের ডাক দিলেও শেষপর্যন্ত এভিবিপিকে থামতে হয় যাদবপুর থানাতেই.. সবমিলিয়ে তাই লড়াইটা আর ইস্যু ভিত্তিক নেই.. লড়াইটা হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক জমি দখলের..যার জেরে রুচি- শালীনতার মাত্রা ছাড়াতেও দ্বিধা করছেন না দিলীপ ঘোষরা...