Dilip Ghosh: 'ভোটে না পেরে পথে আটকাচ্ছে', শুভেন্দুকে পুলিসের 'বাধা', কড়া আক্রমণ দিলীপের
বিকাশ ভবনে যাওয়ার পথে করুণাময়ীতেই শুভেন্দুর কনভয় আটকায় পুলিস।
![Dilip Ghosh: 'ভোটে না পেরে পথে আটকাচ্ছে', শুভেন্দুকে পুলিসের 'বাধা', কড়া আক্রমণ দিলীপের Dilip Ghosh: 'ভোটে না পেরে পথে আটকাচ্ছে', শুভেন্দুকে পুলিসের 'বাধা', কড়া আক্রমণ দিলীপের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/01/28/362871-dilip-ghosh.jpg)
নিজস্ব প্রতিবেদন : বিকাশ ভবনে যাওয়ার পথে পুলিসের শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয় আটকানোর ঘটনাকে তীব্র নিন্দা করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন রাজ্য সরকারকে। দিলীপ ঘোষ বলেন, "বিরোধী দলনেতাকে কাল আবার বিকাশ ভবন যেতে বাধা দেওয়া হয়েছে । ভোটে আটকাতে না পেরে পথে আটকানো হচ্ছে। গায়ের জোরে আটকানো হচ্ছে। বিজেপির (BJP) অনুষ্ঠান করতে গেলে আদালতে গিয়ে অনুমতি নিতে হচ্ছে।"
প্রসঙ্গত, বৃহস্পতিবার রাজ্যের স্কুল-কলেজ অবিলম্বে খোলার দাবিতে বিকাশ ভবনে গিয়ে শিক্ষাসচিবের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে বিজেপি (BJP) বিধায়করা। কিন্তু বিকাশ ভবনে যাওয়ার পথে করুণাময়ীতেই কনভয় আটকায় পুলিস। বাধা পেয়ে সেখানেই বসে পড়েন শুভেন্দু অধিকারী ও অগ্নিমিত্রা পালরা। শুরু হয়ে যায় পুলিসের সঙ্গে বচসা। রাস্তায় অবস্থান বিক্ষোভে বসেই স্কুল কলেজ খোলার (School College Reopen) দাবিতে স্লোগান দিতে থাকেন বিরোধী দলনেতা সহ বিজেপি নেতৃত্ব। এমনকি শুভেন্দু অধিকারী এও জানান যে, "আজ যেতে না দিলে আবার কাল আসব, তারপর দিন আসব।"
রাজ্যের স্কুল-কলেজ বন্ধ করে রাখার বিষয়ে শুভেন্দু অধিকারী কড়া ভাষায় তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ও রাজ্যের তৃণমূল সররকারের উদ্দেশে। বলেন, বিয়েবাড়িতে ২০০ জন নিমন্ত্রিত হতে পারলে, ৩০ জন পড়ুয়া নিয়ে স্কুল-কলেজ (School College Reopen) কেন খুলতে পারে না? পানশালা, মদের দোকান, ড্যান্সবার খোলা থাকতে পারলে, রাজ্যে স্কুল-কলেজ বন্ধ কেন? ইতিমধ্যেই দেশের ১৫টি রাজ্যে স্কুল-কলেজ খুলে গিয়েছে বলে উল্লেখ করেন তিনি। দাবি জানান, অন্য রাজ্যের মত এরাজ্যেও অবিলম্বে কোভিড বিধি মেনে স্কুল-কলেজ খুলতে হবে।
আরও পড়ুন,
TMC: 'সৌগত রায়ের মতো সক্রিয় হতে হবে', দলের সাংসদদের নির্দেশ Mamata-র
রাজ্যপালের ভূমিকায় তীব্র ক্ষোভ! প্রয়োজনে আন্দোলনে নামতে পারেন Mamata: সূত্র