Rajib দল ছাড়ার কথা বলেনি: Sougata; তৃণমূলে চাওয়া-পাওয়ার কিছু নেই, দরজা খোলা: Dilip
রাজীব দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন বলে মত দিলীপ ঘোষের।
![Rajib দল ছাড়ার কথা বলেনি: Sougata; তৃণমূলে চাওয়া-পাওয়ার কিছু নেই, দরজা খোলা: Dilip Rajib দল ছাড়ার কথা বলেনি: Sougata; তৃণমূলে চাওয়া-পাওয়ার কিছু নেই, দরজা খোলা: Dilip](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/01/16/301991-sougata1.jpg)
নিজস্ব প্রতিবেদন: রাজীব বন্দ্যোপাধ্যায়কে দল নিয়ে উষ্মাপ্রকাশ করলেও মানতে নারাজ তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। তাঁর অভিমত,'দল ছাড়ার কথা বলেনি। নিজের অনুভূতি প্রকাশ করেছেন। গণতান্ত্রিক দলে এটা হয়েই থাকে।' রাজীবের জন্য দলের দরজা খোলা রাখছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর বার্তা,'এই পার্টিতে চাওয়া-পাওয়ার কিছু নেই। বিকল্প ভাবতে হবে।'
Zee ২৪ ঘণ্টাকে ফোনে তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy) বলেন,'রাজীব নিজের অনুভূতি প্রকাশ করেছে। দল ছাড়ার কথা বলেনি। কাউকে ব্যক্তিগত আক্রমণও করেনি। গণতান্ত্রিক দলে এটা হয়েই থাকে। বাংলার বেকারত্বের সমস্যা নিয়ে বলেছেন। দলে কাজ করার ক্ষেত্রে অনেকের সমস্যা হয়। অন্যায় কিছু দেখছি না।'
রাজ্যের মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। নবান্নের ক্ষমতায় তৃণমূল (TMC)। ফেসবুক লাইভে পক্ষান্তরে শাসক দলকেই তো কাঠগড়ায় তুলেছেন রাজীব? সৌগত রায়ের বক্তব্য,'অসুবিধার কথা ভদ্রভাবে বলেছে। এটা দলের ক্ষেত্রে কিছুটা অস্বস্তিকর। তবে রাজ্যে সমস্যা রয়েছে, আমরা জানি। সব সমস্যার সমাধান করতে পারিনি। কেউই পারবে না। রাজীবের সঙ্গে কথা বলা হবে।'
রাজীব দলের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন বলে মত দিলীপ ঘোষের (Dilip Ghosh)। রাজ্য বিজেপি সভাপতির কথায়,'রাজীব বন্দ্যোপাধ্যায়কেই সিদ্ধান্ত নিতে হবে বোঝা নিয়ে দলে থাকবেন কিনা। সম্মান চাইলে বিজেপির দরজা খোলা। তৃণমূলে নেত্রীর কোনও নিয়ন্ত্রণ নেই। সমাধান চাইলে আমাদের সঙ্গে আসুন। পার্টির মধ্যে থেকে লড়াই চালাতে চাইলে করুন। ওই পার্টিতে চাওয়া-পাওয়ার কিছু নেই। বিকল্প ভাবতে হবে। এই ধরনের যোগ্য লোককে নিয়ে বাংলার উন্নয়ন করতে পারি। '
আরও পড়ুন- কেন্দ্রীয় সরকার কম vaccine পাঠিয়েছে: Mamata, মিথ্যা কথা বলছেন, পাল্টা Kailash