রাজ্যের অষ্টম, নবম, দশম শ্রেণির সব ছাত্রছাত্রীকেই বিনামূল্যে সাইকেল দেবে রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর
এখন থেকে শুধু তপশিলি ও আদিবাসী ছাত্রছাত্রীদের নয়, রাজ্যের অষ্টম, নবম ও দশম শ্রেণির সব ছাত্রছাত্রীকেই বিনামূল্যে সাইকেল দেবে রাজ্য সরকার। এজন্য রাজ্য সরকার চল্লিশ লক্ষ সাইকেলের বরাত দিয়েছে। আগামী ছমাসের মধ্যে সাইকেল দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আজ বাঁকুড়ার রাইপুরের জনসভায় একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রাইপুরের সভামঞ্চ থেকে বাঁকুড়াসহ রাজ্যের অন্যান্য জেলার মোট ৭৯টি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
![রাজ্যের অষ্টম, নবম, দশম শ্রেণির সব ছাত্রছাত্রীকেই বিনামূল্যে সাইকেল দেবে রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর রাজ্যের অষ্টম, নবম, দশম শ্রেণির সব ছাত্রছাত্রীকেই বিনামূল্যে সাইকেল দেবে রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/05/12/37845-cycle.jpg)
ওয়েব ডেস্ক: এখন থেকে শুধু তপশিলি ও আদিবাসী ছাত্রছাত্রীদের নয়, রাজ্যের অষ্টম, নবম ও দশম শ্রেণির সব ছাত্রছাত্রীকেই বিনামূল্যে সাইকেল দেবে রাজ্য সরকার। এজন্য রাজ্য সরকার চল্লিশ লক্ষ সাইকেলের বরাত দিয়েছে। আগামী ছমাসের মধ্যে সাইকেল দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আজ বাঁকুড়ার রাইপুরের জনসভায় একথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রাইপুরের সভামঞ্চ থেকে বাঁকুড়াসহ রাজ্যের অন্যান্য জেলার মোট ৭৯টি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।