চায়ের কাপে চুমুক দিয়েই ভাঙড়ে প্রচার যাদবপুরের বাম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যের
তিনি বলেন, ''মানুষ যেভাবে প্রচারে সাড়া দিচ্ছেন, তার ফল ভবিষ্যতেই দেখা যাবে।''
নিজস্ব প্রতিবেদন: চায়ের কাপে চুমুক দিয়েই ভাঙড়ে প্রচার শুরু করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য।
বুধবার সকালে ভাঙরে কেএলসি থানার সামনে থেকেই প্রচার শুরু করেন তিনি। প্রথমে বামনঘাটাতে মাছের বাজারে যান। ব্যবসায়ীদের সঙ্গে তো বটেই, সাতসকালে বাজার করতে আসা প্রত্যেক বাসিন্দার সঙ্গে কথা বলেন তিনি। এলাকার অভাব অভিযোগ শোনেন, তা মেটানোর আশ্বাস দেন। তাঁকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। তাঁর সঙ্গে ছিলেন বাম কর্মী সমর্থকরাও।
পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ!অবরোধ বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে
গত রবিবার থেকে প্রচার শুরু করেছেন তিনি। রবিবাসরীয় প্রচারের পর সোমবার বৃষ্টির মধ্যেই গড়িয়ায় লোকসভা ভোটের প্রচার সারেন তিনি।
অনুব্রতকে চতুর্থবার শোকজ করল নির্বাচন কমিশন
এই কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রতিনিধিত্ব করছেন সদ্য রাজনীতিতে যোগ দেওয়া অভিনেত্রী মিমি চক্রবর্তী। বিজেপি প্রার্থী হচ্ছে অনুপম হাজরা। রাজনীতির দিক থেকে যাদবপুর লোকসভা কেন্দ্র অত্যন্ত তাত্পর্যপূর্ণ। তবে নিজের জেতার ব্যাপারে আশাবাদী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, ''মানুষ যেভাবে প্রচারে সাড়া দিচ্ছেন, তার ফল ভবিষ্যতেই দেখা যাবে।''