CPI(M): আলিমুদ্দিনের নিয়ম কে বুড়ো আঙ্গুল! সর্বক্ষনের কর্মী না হয়েই সম্পাদকমন্ডলীতে ৩ নেতা
বয়সের ফর্মুলা মেনে এইবার সম্পাদকমন্ডলী থেকে বাদ পড়লেন গৌতম দেব এবং নেপাল দেব ভট্টাচার্য। কিন্তু এরপরেও কিছু নেতার ক্ষেত্রে সম্পাদকমন্ডলীতে মানা হলনা আলিমুদ্দিনের ফর্মুলা।
![CPI(M): আলিমুদ্দিনের নিয়ম কে বুড়ো আঙ্গুল! সর্বক্ষনের কর্মী না হয়েই সম্পাদকমন্ডলীতে ৩ নেতা CPI(M): আলিমুদ্দিনের নিয়ম কে বুড়ো আঙ্গুল! সর্বক্ষনের কর্মী না হয়েই সম্পাদকমন্ডলীতে ৩ নেতা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/06/04/377744-whatsapp-image-2022-06-04-at-11.49.26-pm.jpeg)
নিজস্ব প্রতিবেদন: ২০১১ সালে পশ্চিমবঙ্গের শাসনক্ষমতা থেকে সরে যেতে হয় বামেদের। এরপরে একের পর এক নির্বাচনে ভরাডুবি হয়েছে তাদের। দল ছেড়ে চলে গেছেন বহু নেতা। তারপরেও সবসময় চর্চার কেন্দ্রে ছিল বামেদের দলীয় অনুশাসন।
এবার সেই অনুশাসনই পড়ল প্রশ্নের মুখে। পার্টির উত্তর ২৪ পরগণা জেলা কমিটির সম্পাদকমন্ডলী তৈরির সময় শুরু হয় সমস্যা। জানা গেছে প্রায় দশ ঘন্টা চলে বৈঠক। উত্তর ২৪পরগনা জেলার সম্পাদকমন্ডলীর বৈঠকে চরমে ওঠে সমস্যা।
বয়সের ফর্মুলা মেনে এইবার সম্পাদকমন্ডলী থেকে বাদ পড়লেন গৌতম দেব এবং নেপাল দেব ভট্টাচার্য। কিন্তু এরপরেও কিছু নেতার ক্ষেত্রে সম্পাদকমন্ডলীতে মানা হলনা আলিমুদ্দিনের ফর্মুলা।
আরও পড়ুন: 'জিন্দেগি এক সফর হ্যায় সুহানা'! ফের কাছাকাছি মদন-অর্জুন
অন্যদিকে তন্ময় ভট্টাচার্য, বাবুল কর, আহমেদ খান নিয়ম ভেঙ্গেই থেকে গেলেন সম্পাদকমন্ডলীতে। হোলটাইমার না হওয়া সত্ত্বেও এই তিন নেতা থেকে গেলেন সম্পাদকমন্ডলীতে।
সিপিআই(এম) দলে অন্দরে নিয়ম তৈরি করে দলের হোলটাইমার হলে তবেই তাঁরা থাকতে পারবেন সম্পাদকমন্ডলীতে। কিন্তু শনিবার সুজন চক্রবর্তী, শ্রীদীপ ভট্টাচার্জের মতো নেতার উপস্থিততেই নেওয়া হল এই নজিরবিহীন সিদ্ধান্ত।