Mamata Banerjee: 'আর্থিক বাধা তৈরি করব, দেখি কী করে বেতন দেন', বোসকে হুঁশিয়ারি মমতার

শিক্ষক দিবসে রাজ্যপালকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর। উপাচার্য সংঘাতে বোসকে কড়া ভাষায় হুঁশিয়ারি। আর্থিক বাধা তৈরি করবেন। দেখি কী করে বেতন দেন। হুঙ্কার মমতার। প্রয়োজনে রাজভবনের সামনে ধরনায় বসার হুঁশিয়ারি।

Updated By: Sep 5, 2023, 03:08 PM IST
Mamata Banerjee: 'আর্থিক বাধা তৈরি করব, দেখি কী করে বেতন দেন', বোসকে হুঁশিয়ারি মমতার
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শিক্ষক দিবসে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। উপাচার্য সংঘাতে বোসকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার হুঙ্কার, আর্থিক বাধা তৈরি করবেন। দেখি কী করে বেতন দেন। প্রয়োজনে রাজভবনের সামনে ধরনায় বসার হুঁশিয়ারিও দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আরও বলেন, আপনি যে লোকজনকে ডেকে চা খাওয়ান, তার টাকাও দেয় রাজ্য সরকার। 

আরও পড়ুন, Jadavpur University: যাদবপুরে সিসিটিভি থেকে ছাত্র সংসদ নির্বাচন, বড় নির্দেশ হাইকোর্টের

এদিন মমতা বলেন, 'শিক্ষা ব্যবস্থাকে স্তব্ধ করিয়ে দেওয়ার চক্রান্ত করছেন রাজ্যপাল। আমরা এই চক্রান্ত মানব না। উনি কী ভাবছেন? মুখ্যমন্ত্রীর থেকেও বড়? সে উনি বড় হতেই পারেন।' মুখ্যমন্ত্রী আরও বলেন, 'একজন রাজ্যপাল বসে আসেন এবং সব বদলে দিয়েছেন। হৃদয় বিদারক সব কাজ করছেন। বলেছি, এসব করবেন না। টাকা দেব আমরা আর মধ্যরাতে যাদবপুরের উপাচার্য বদলে গেল। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি বদলে দিচ্ছেন'। 

বেতন না দেওয়ার হুমকি দিয়ে মমতা বলেন, 'আমি কখনও শিক্ষা প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করি না। অথচ আজ যাঁরা গুরুজন হয়ে সেখানে গিয়েছেন তাঁরা বাংলাকে চেনন না। উনি একটাও বিল ফেরত পাঠান না, ফেলে রাখেন। এবার রাজভবনের সামনে ধরনা দিতে বাধ্য হব। শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করতে দেব না। জোর করে বাংলার উন্নয়নকে রোখা যাবে না। বাংলাকে আঘাত করলে বাংলা প্রত্যাঘাত করতে পারে।' 

আরও পড়ুন, Nusrat Jahan: আর্থিক প্রতারণার মামলা! নুসরত জাহানকে তলব করল ইডি

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.