উত্তরে তিলজলায়, দক্ষিণে যাদবপুরে, একই দিনে জোড়া ধর্ষণের অভিযোগ শহর কলকাতায়
ফের ধর্ষণের অভিযোগ শহরে।এবার যাদবপুরে। যাদবপুরের গোলাম মহম্মদ শাহ রোডে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে। সোমবার বিকালে ভাইয়ের সঙ্গে গৃহশিক্ষক মধূসূদন নস্করের কাছে পড়তে গিয়েছিল চতুর্থ শ্রেণির ওই ছাত্রী। সেসময় তার ভাইকে বাকি ছাত্রদের ডেকে আনতে বলেন ওই শিক্ষক। সেই সুযোগে এগারো বছরের মেয়েটিকে মধূসূদন নস্কর ধর্ষণ করে বলে অভিযোগ। মেয়েটি বাড়ি ফেরার পর ঘটনার কথা জানায়। তখন স্থানীয় ক্লাবের ছেলেরা ওই গৃহশিক্ষককে হাতেনাতে ধরে ফেলে। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে গৃহশিক্ষক মধূসূদন নস্কর।
![উত্তরে তিলজলায়, দক্ষিণে যাদবপুরে, একই দিনে জোড়া ধর্ষণের অভিযোগ শহর কলকাতায় উত্তরে তিলজলায়, দক্ষিণে যাদবপুরে, একই দিনে জোড়া ধর্ষণের অভিযোগ শহর কলকাতায়](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/08/05/27623-rape.jpg)
কলকাতা: ফের ধর্ষণের অভিযোগ শহরে।এবার যাদবপুরে। যাদবপুরের গোলাম মহম্মদ শাহ রোডে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল গৃহশিক্ষকের বিরুদ্ধে। সোমবার বিকালে ভাইয়ের সঙ্গে গৃহশিক্ষক মধূসূদন নস্করের কাছে পড়তে গিয়েছিল চতুর্থ শ্রেণির ওই ছাত্রী। সেসময় তার ভাইকে বাকি ছাত্রদের ডেকে আনতে বলেন ওই শিক্ষক। সেই সুযোগে এগারো বছরের মেয়েটিকে মধূসূদন নস্কর ধর্ষণ করে বলে অভিযোগ। মেয়েটি বাড়ি ফেরার পর ঘটনার কথা জানায়। তখন স্থানীয় ক্লাবের ছেলেরা ওই গৃহশিক্ষককে হাতেনাতে ধরে ফেলে। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে গৃহশিক্ষক মধূসূদন নস্কর।
তিরিশ বছরের এক যুবতীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে উত্তেজনা তিলজলায়। সোমবার সন্ধেয় ওই যুবতীকে লিফট দেবার নাম করে মোটরবাইকে তোলে মনসুর আলম নামে এক যুবক। মনসুর কুষ্টিয়া রোডের বাসিন্দা। যুবতীর কাকার মোটরবাইক শোরুম আছে। সেখানেই শনিবার প্রথমবার যুবতীকে দেখে মনসুর। সোমবার টিউশনি পড়িয়ে বাড়ি ফেরার পথে মনসুর যুবতীর পথ আটকে দাঁড়ায়। তাকে বাড়ি পৌছে দিতে চায় সে। কিন্তু বাড়ির পথ না ধরে সোজা নিয়ে যায় পার্কসার্কাস রেল স্টেশন লাগোয়া পরিত্যক্ত গুদামে। সেখানে তার মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা করা হয়। যুবতীর চিতকারে আশপাশের লোক জড়ো হওয়ায় সেখান থেকে পালায় মনসুর। পরে বাড়ির লাগোয়া একটি ক্লাব থেকে তাকে গ্রেফতার করে তিলজলা থানার পুলিস।
বেহালার ম্যান্টন এলাকায় একটি সিনেমা হলের ভিতর শ্লীলতাহানির অভিযোগ দুজনকে গ্রেফতার করেছে পুলিস। সোমবার রাতে বেহালা মহিলা কলেজের চার ছাত্রী সিনেমা দেখতে যান স্থানীয় একটি প্রেক্ষাগৃহে। অভিযোগ, সিনেমা চলার সময় পিছন থেকে তাঁদের শ্লীলতাহানি করে কয়েকজন যুবক। ছাত্রীদের চিত্কারে দর্শকরা অভিযুক্ত যুবকদের ধরে ফেলে। পরে বেহালা থানার পুলিস এসে তাদের গ্রেফতার করে। আজ ধৃতদের আলিপুর আদালতে পেশ করা হবে।