মিঠুন চক্রবর্তীকে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদের নির্দেশ কলকাতা হাইকোর্ট
ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমেই জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারী অফিসাররা।
![মিঠুন চক্রবর্তীকে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদের নির্দেশ কলকাতা হাইকোর্ট মিঠুন চক্রবর্তীকে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদের নির্দেশ কলকাতা হাইকোর্ট](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/06/11/325535-cats.jpg)
নিজস্ব প্রতিবেদন: ‘‘মারব এখানে লাশ পরবে শ্মশানে ’’, ‘আমি জলঢোঁড়াও নই, বেলেবোড়াও নই। আমি জাত গোখরো, এক ছোবলে ছবি।’.. ছবির সংলাপের মাধ্যমে হিংসায় মদত দিয়েছেন মহাগুরু। কার্যত এই অভিযোগে তাঁর বিরুদ্ধে তৃণমূল মানিকতলা থানায় এফআইআর দায়ের করেন। মামলা খারিজের আর্জি জানিয়ে গত মঙ্গলবার হাইকোর্টে আবেদন করেন মিঠুন চক্রবর্তী। সেই মামলায় মিঠুন চক্রবর্তীকে ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমেই জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারী অফিসাররা। মিঠুন চক্রবর্তী, হাইকোর্টে জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে তৃণমূল যে অভিযোগ করেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। কারণ সভায় তিনি জনতার দাবিতেই তাঁর সিনেমার জনপ্রিয় সংলাপ বলেছিলেন। এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য নেই।
বিধানসভা নির্বাচন পর্বে ব্রিগেডের মঞ্চে বিজেপি-তে যোগ দেন মিঠুন। সেসময়ই তাঁর অভিনীত ছায়াছবির একাধিক সংলাপ বলেতে শোনা যায় তাঁকে। এরপর বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার করার সময়তেও তাঁর মুখে ছবির সংলাপ শোনা যায়। এরপরই ভারতীয় দন্ডবিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র (১২০বি), উস্কানিমূলক বক্তৃতা করে শান্তিভঙ্গের চেষ্টা (৫০৪, ৫০৫), বিভিন্ন গোষ্ঠী এবং বিভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে বিদ্বেষ ছড়ানো (১৫৩এ)-সহ একাধিক আইনে মামলা করা হয়।
সেই অভিযোগ খারিজের আবেদনের জন্য হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।