সরকারি বাসের ধাক্কায় মৃত্যুতে উত্তেজনা নিউ আলিপুরে, দেহ নিয়ে রাস্তা আটকে বিক্ষোভ এলাকাবাসীর
প্রায় দেড় ঘন্টারও বেশি সময় ধরে রাস্তায় দেহ ফেলে রেখে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন
![সরকারি বাসের ধাক্কায় মৃত্যুতে উত্তেজনা নিউ আলিপুরে, দেহ নিয়ে রাস্তা আটকে বিক্ষোভ এলাকাবাসীর সরকারি বাসের ধাক্কায় মৃত্যুতে উত্তেজনা নিউ আলিপুরে, দেহ নিয়ে রাস্তা আটকে বিক্ষোভ এলাকাবাসীর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/08/06/203350-3.jpg)
নিজস্ব প্রতিবেদন: সরকারি বাসের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল এলাকায়। সোমবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে নিউ আলিপুরের ট্র্যায়াঙ্গুলার পার্কের কাছে।
আরও পড়ুন-এখন ঠিক কী পরিস্থিতি উপত্যকায়? দেখে নিন এক নজরে...
প্রায় দেড় ঘন্টারও বেশি সময় ধরে রাস্তায় দেহ ফেলে রেখে বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর ভাই স্বরূপ বিশ্বাস।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম, অশোক দাস। বয়স ৫২। থাকতেন নিউ আলিপুরের দুর্গাপুর কলোনিতে। স্থানীয়রা জানান, এদিন রাতে অশোকবাবু রাস্তা পার হচ্ছিলেন। সে সময় একটি টাটা সুমোর সঙ্গে সরকারি বাসটি তারাতলা থেকে নিউ আলিপুরের দিকে রেষারেশি করতে করতে যাচ্ছিল। তাতেই চাপা পড়ে যান অশোকবাবু।
আরও পড়ুন-থমথমে কাশ্মীর, গৃহবন্দি করে রাখার পর গ্রেফতার ওমর আবদুল্লা-মেহবুবা মুফতি
এলাকার মানুষের অভিযোগ, ট্রাফিক সিগন্যালের কোনও ব্যবস্থাই নেই সেখানে। মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ঘাতক বাসটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে। নিহতের পরিবারের পাশে রয়েছে সরকার বলেও জানান অরূপ বিশ্বাস।