আগের চেয়ে ভালো আছেন বুদ্ধদেব ভট্টাচার্য, হাসপাতাল থেকে বেরিয়ে জানালেন মমতা
আলিপুরের বেসরকারি হাসপাতালের আইটিইউ-এর ৫১৬ নম্বর বেডে চিকিত্সাধীন বুদ্ধদেব ভট্টাচার্য।
![আগের চেয়ে ভালো আছেন বুদ্ধদেব ভট্টাচার্য, হাসপাতাল থেকে বেরিয়ে জানালেন মমতা আগের চেয়ে ভালো আছেন বুদ্ধদেব ভট্টাচার্য, হাসপাতাল থেকে বেরিয়ে জানালেন মমতা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/09/06/207428-buddhamamata1.jpg)
নিজস্ব প্রতিবেদন: বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে। আলিপুরের বেসরকারি হাসপাতাল থেকে বেরিয়ে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবল শ্বাসকষ্ট নিয়ে শুক্রবার সন্ধেয় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।
আলিপুরের বেসরকারি হাসপাতালের আইটিইউ-এর ৫১৬ নম্বর বেডে চিকিত্সাধীন বুদ্ধদেব ভট্টাচার্য। আধ ঘণ্টার মধ্যে তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। বেরিয়ে যাওয়ার সময় মুখ্যমন্ত্রী জানান, চিকিত্সকরা পুরোটা বলতে পারবেন। যখন নিয়ে আসা হয়েছিল, তার থেকে অনেকটা বেটার আছেন। ওনার হিমোগ্লোবিন কমে গিয়েছিল। তাই রক্ত দিতে হবে। আপাতত স্থিতিশীল রয়েছেন। একটু চিন্তা ছিল। অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। উনি উঠে বসেছেন বলে শুনলাম।''
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ৫ জনের চিকিত্সকদের দল দেখছে বুদ্ধদেব ভট্টাচার্যকে। এখন অবস্থা আগের ভালো। তাঁকে রক্ত দিতে হবে। শরীরে হিমোগ্লোবিন কম গিয়েছে। এখন একটু স্থিতিশীল।
সিপিএম নেতা মহম্মদ সেলিম টুইট করেন, বুদ্ধদাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অযথা দুশ্চিন্তার কারণ নেই। তাঁর শারীরিক অবস্থা ডাক্তারদের তত্বাবধানে উন্নতির দিকে। সূর্যদা-সহ আমরা হাসপাতালে আছি।
বুদ্ধদাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অযথা দুশ্চিন্তার কারণ নেই। তাঁর শারীরিক অবস্থা ডাক্তারদের তত্বাবধানে উন্নতির দিকে । সূর্যদা সহ আমরা হাসপাতালে আছি।— Md Salim (@salimdotcomrade) September 6, 2019
আলিপুরের বেসরকারি হাসপাতাল সূত্রে খবর, সন্ধে ৭.৩২ মিনিট নাগাদ তাদের কাছে ফোন আসে। ফোনে বলা হয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁর রক্তচাপ কমে গিয়েছে। শ্বাসকষ্ট হচ্ছে তাঁর। হারিয়ে ফেলেছেন সংজ্ঞা। সঙ্গে সঙ্গে হাসপাতালের আইসিসিইউ তৈরি রাখা হয়। একজন বিশেষজ্ঞ ডাক্তার হাসপাতালেই ছিলেন। ডেকে পাঠানো হয় আরও একজনকে। জানা গিয়েছিল, বুদ্ধবাবুর শরীরে কমে গিয়েছে অক্সিজেনের পরিমাণ।
বুদ্ধবাবু ভর্তি হওয়ার আধ ঘণ্টার মধ্যেই আলিপুরের বেসরকারি হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন চিকিত্সকদের সঙ্গে। মুখ্যমন্ত্রী যাওয়ার ৮ মিনিট পর হাসপাতালে পৌঁছন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও রবীন দেব।
আরও পড়ুন- আমেরিকা, ইজরায়েলকে ম্যানেজ করলেও বাংলাকে পারবেন না, মোদীকে চ্যালেঞ্জ মমতার