Saltlake Blast : গেস্ট হাউসে বিকট শব্দ! দরজা ভেঙে অগ্নিদগ্ধ মহিলাকে উদ্ধার
হালিশহরে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বিজেপি কর্মী।
![Saltlake Blast : গেস্ট হাউসে বিকট শব্দ! দরজা ভেঙে অগ্নিদগ্ধ মহিলাকে উদ্ধার Saltlake Blast : গেস্ট হাউসে বিকট শব্দ! দরজা ভেঙে অগ্নিদগ্ধ মহিলাকে উদ্ধার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/01/27/362849-blast.jpg)
নিজস্ব প্রতিবেদন: সল্টলেকে বিস্ফোরণ (Blast in Saltlake)! দরজা ভেঙে গেস্ট হাউস (Guest House) থেকে অগ্নিদগ্ধ অবস্থায় এক মহিলাকে উদ্ধার করল পুলিস। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁরা। কীভাবে বিস্ফোরণ? তা স্পষ্ট নয় এখনও। ঘটনাকে কেন্দ্র আতঙ্ক ছড়াল বিএ ব্লকে।
পুলিস সূত্রে খবর, অগ্নিদগ্ধ মহিলার নাম সুম্মিতা দাস। বাড়ি, উত্তর ২৪ পরগনা খোলায়। এদিন দুপুরে সল্টেলেকের বিএ ব্লকে ওই গেস্ট হাউসে উঠেছিলেন তিনি। চারতলার একটি ঘরে ছিলেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, সন্ধেবেলা বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান তাঁরা। ওই গেস্ট হাউসে গিয়ে দেখেন, চারতলায় ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। খবর দেওয়া হয় থানায়। দরজা ভেঙে ঘরে ঢোকে পুলিস।
আরও পড়ুন: Halisahar: গঙ্গার ঘাটে বিস্ফোরণে কিশোরের মৃত্যু, আহত ৩ শিশু-সহ বেশ কয়েকজন
তারপর? গেস্ট হাউসে চারতলায় ঘরের মেঝে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে রয়েছেন সুম্মিতা। গোটা শরীর ঝলসে গিয়েছে তাঁর! তড়িঘড়ি ওই মহিলাকে উদ্ধার করে পাঠিয়ে দেওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। কীভাবে বিস্ফোরণ ঘটল? স্থানীয় বাসিন্দাদের দাবি, গেস্ট হাউসের পিছনে বাথরুমের দিক থেকে বিকট শব্দ শুনতে পেয়েছিলেন। সেক্ষেত্রে গ্যাস সিলিন্ডার বা গিজার বিস্ফোরণের সম্ভাবনাও দেওয়া যাচ্ছে না। যদিও বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যায়নি এখনও। তদন্ত নেমেছে পুলিস।
আরও পড়ুন: রাজ্যপালের ভূমিকায় তীব্র ক্ষোভ! প্রয়োজনে আন্দোলনে নামতে পারেন Mamata: সূত্র
এদিকে উত্তর ২৪ পরগনার হালিশহরে আবার গঙ্গার ঘাটে সামনেও বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন বছর ঊনিশের এক কিশোর। ৩ শিশু-সহ আহত বেশ কয়েকজন। এখনও পর্যন্ত খোঁজ নেই ২ জনের। ঘটনায় বিট্টু জয়সওয়াল নামে অর্জুন সিং ঘনিষ্ঠ এক বিজেপিকে কর্মীকে গ্রেফতার করেছে পুলিস। কীভাবে বিস্ফোরণ ঘটল? NIA তদন্তের দাবি করেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ।