'বাংলায় বিজেপিকে প্রতিষ্ঠিত করার জন্য চাই বড়ভাই মুকুলদাকে'
"মুকুলদা পঞ্চায়েত এলাকার প্রতিটি জায়গা চেনেন... এই ছোটো পার্টিকে প্রতিষ্ঠিত করতে গেলে মুকুলদাকে চাই।"
!['বাংলায় বিজেপিকে প্রতিষ্ঠিত করার জন্য চাই বড়ভাই মুকুলদাকে' 'বাংলায় বিজেপিকে প্রতিষ্ঠিত করার জন্য চাই বড়ভাই মুকুলদাকে'](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/10/04/278653-5deb47a4-3a71-4d64-80d6-6397201dc540.jpg)
নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রীয় সহ সভাপতির দায়িত্ব পাওয়ার পর আজ তাঁকে রাজ্য বিজেপির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। ICCR-এ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, স্বপন দাশগুপ্ত, সব্য়সাচী দত্ত, ভারতী সেন প্রমুখ। এদিনের সংবর্ধনা মঞ্চ থেকে মুকুল রায়কে একুশের বিধানসভা নির্বাচনের 'প্রধান মুখ' হিসেবে তুলে ধরলেন বিজেপি নেতৃত্ব। তবে আজকের অনুষ্ঠানে ছিলেন না রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।
মুকুল রায়কে 'বড় ভাই' বলে সম্বোধন করেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় বলেন, "বাংলা এমন জায়গা যেখানে তৃণমূল করলে সাধু, আর অন্য পার্টি করলেই তাঁর বিরুদ্ধে কেস। আমার বিরুদ্ধেই তো ২০টা কেস রয়েছে। মুকুলদা, সব্যসাচী সবার নামেই কেস রয়েছে। ভারতী ঘোষ যখন আইপিএস ছিলেন, তখন মমতার মেয়ের মতো ছিলেন। এখন উনি মমতার শাশুড়ির মতো হয়ে গিয়েছেন।" তাঁর কথায়, "আমরা দেশের জন্য রাজনীতি করেছি, কখনও চেয়ারের জন্য করিনি। রাম মন্দিরের জন্য চার-চারজন মুখ্যমন্ত্রীকে সরে যেতে হয়েছে। কখনও আমাদের ক্ষমতা দখল উদ্দেশ্য ছিল না। কিন্তু এখানে শিক্ষা নিয়েও রাজনীতি হয়, মা-কে আম্মি লেখা হয়।" তোপ দাগেন বিজয়বর্গীয়।
তিনি হুঁশিয়ারি দেন, "কাশ্মীরে মোদীজির নেতৃত্ব ৩৭৭ উঠেছে। এখন ওখানে জাতীয় পতাকা উত্তোলন হচ্ছে। এদিকে মুখ্যমন্ত্রী ভোটের জন্য এরাজ্যে অনুপ্রবেশকারীদের শেল্টার দিচ্ছেন। মমতা এবং ওর দল, আমাদের উপর অত্যাচার করছে। আমাদের অনেককেই গুলি করে মেরেছে। আমরা সব কিছুই দেখছি। কিন্তু আমরা চুপচাপ থাকব না। সবাইকে দেখে নেব। ২০২১ নির্বাচনে এই বাংলায় আমরাই সরকার করব। আমরা এই ভ্রষ্টাচারের সরকারকে উপড়ে ফেলব।"
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অরবিন্দ মেননও। নতুন কেন্দ্রীয় সহ সভাপতি মুকুল রায়ের প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় তাঁকেও। অরবিন্দ মেনন বলেন, "মুকুলদা পঞ্চায়েত এলাকার প্রতিটি জায়গা চেনেন।" আগামী ২০২১ বিধানসভা নির্বাচনের আগে "ঝোপড়ি ঝোপড়ি যেতে হবে, খোপড়ি খোপড়ি ইঞ্জেকশন পুশ করতে হবে", বলে টার্গেট বেঁধে দেন তিনি। আরও বলেন, "দিদিকে বলে দাও, তুমি ছেড়ে দাও।"
রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত বলেন, "বিজেপি পার্টি একটা প্রতিষ্ঠিত পার্টি। কিন্তু পশ্চিমবঙ্গে খুব ছোট্ট পার্টি। এই ছোটো পার্টিকে প্রতিষ্ঠিত করতে গেলে মুকুলদাকে চাই। মুকুলদা, কৈলাসদা দেখিয়ে দিয়েছেন, কীভাবে ২টো সিট থেকে ১৮টা সিট করতে হয়।"
আরও পড়ুন, কলকাতা মেট্রোর মুকুটে নয়া পালক, ফুলবাগান মেট্রোর উদ্বোধন করলেন রেলমন্ত্রী