বাংলায় আত্মপ্রকাশ করল বিজেপির অরাজনৈতিক সংগঠন ‘নব বঙ্গ’
রীতিমতো সাড়া জাগিয়ে বাংলায় আত্মপ্রকাশ করল 'নব বঙ্গ'। ২০১৯ সালের ভোটে ফিরে আসতে শুধুমাত্র দলীয় সংগঠন বা সঙ্ঘের উপর ভরসা না রেখে নাগরিক সমাজকে পাশে পেতে এই অরাজনৈতিক সংগঠন খুলল মোদী-শাহ জুটি।
![বাংলায় আত্মপ্রকাশ করল বিজেপির অরাজনৈতিক সংগঠন ‘নব বঙ্গ’ বাংলায় আত্মপ্রকাশ করল বিজেপির অরাজনৈতিক সংগঠন ‘নব বঙ্গ’](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/01/28/107314-naba-banga.jpg)
অঞ্জন রায়: রীতিমতো সাড়া জাগিয়ে বাংলায় আত্মপ্রকাশ করল 'নব বঙ্গ'। ২০১৯ সালের ভোটে ফিরে আসতে শুধুমাত্র দলীয় সংগঠন বা সঙ্ঘের উপর ভরসা না রেখে নাগরিক সমাজকে পাশে পেতে এই অরাজনৈতিক সংগঠন খুলল মোদী-শাহ জুটি।
সাম্প্রতিক কালের হালহকিকত, সাংস্কৃতিক চর্চা, প্রান্তিক সমাজ চেতনা থেকে শুরু করে কবির লড়াই, নগর কীর্তন- সবই ‘নব বঙ্গ’এর চিন্তাভাবনায় উঠে আসবে।
জানা যাচ্ছে, 'নব বঙ্গে'র সঙ্গে সংশ্লিষ্ট রাজ্যের বিজেপি নেতৃত্বের কোনও যোগ থাকবে না। তবে সংগঠনের মাথায় থাকবেন আরএসএস ও বিজেপির শীর্ষ নেতারা। 'নব বঙ্গে'র আহ্বায়ক সৌমেন পুরকায়েত। তিনি অতীতে রাষ্ট্রসঙ্ঘে কর্মরত ছিলেন। প্রধানমন্ত্রীর দফতরেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই অভিজ্ঞ সৌমেনবাবুর।