সন্ত্রাস বন্ধের দাবিতে পথে নেমে রাজ্য সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ল বিজেপি

সন্ত্রাস বন্ধের দাবিতে এবার পথে নেমে রাজ্য সরকারকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিল বিজেপি। সন্ত্রাস বন্ধ না হলে সংবিধানের সীমাবদ্ধতার মধ্যে থেকেই দলের কেন্দ্রীয় নেতৃত্ব ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এদিন কলেজ স্ক্যোয়ার থেকে ওয়েলিংটন পর্যন্ত বিজেপির মিছিলে জমায়েত হয়েছিল চোখে পড়ার মত। বাংলা বাঁচাওয়ের দাবি নিয়ে কার্যত রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিল বিজেপি। রাজ্যজুড়ে সন্ত্রাস বন্ধ না হলে সংবিধানের মধ্যে থেকেই কেন্দ্র ব্যবস্থা নেবে। সোমবারের মহামিছিল থেকে এই চরম হুঁশিয়ারি দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সাম্প্রতিককালে বিজেপির বৃহত্তম মিছিল এবং এতবড় জমায়েতে খুশি বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব।

Updated By: Jun 23, 2014, 09:09 PM IST

সন্ত্রাস বন্ধের দাবিতে এবার পথে নেমে রাজ্য সরকারকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিল বিজেপি। সন্ত্রাস বন্ধ না হলে সংবিধানের সীমাবদ্ধতার মধ্যে থেকেই দলের কেন্দ্রীয় নেতৃত্ব ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এদিন কলেজ স্ক্যোয়ার থেকে ওয়েলিংটন পর্যন্ত বিজেপির মিছিলে জমায়েত হয়েছিল চোখে পড়ার মত। বাংলা বাঁচাওয়ের দাবি নিয়ে কার্যত রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিল বিজেপি। রাজ্যজুড়ে সন্ত্রাস বন্ধ না হলে সংবিধানের মধ্যে থেকেই কেন্দ্র ব্যবস্থা নেবে। সোমবারের মহামিছিল থেকে এই চরম হুঁশিয়ারি দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সাম্প্রতিককালে বিজেপির বৃহত্তম মিছিল এবং এতবড় জমায়েতে খুশি বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব।

সোমবার কলেজ স্কোয়ার থেকে শুরু হয় বিজেপির মিছিল। সন্ত্রাস বন্ধের দাবিতে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ওয়েলিংটনে শেষ হয় মিছিল। একইদিনে একই জায়গায় ছিল তৃণমূলের জমায়েত। শেষ মুহূর্তে পুলিস বিজেপির জমায়েতস্থল এক রেখে মিছিলের গতিপথ বদলে দেয়। অন্য তৃণমূলের মিছিলের গতিপথ এক রেখে জমায়েত স্থল ওয়েলিংটন থেকে গান্ধীনূর্তির পাদদেশে সরিয়ে দেওয়া হয়।

.