ত্রাণ বিলি আটকেছে পুলিস, অভিযোগ দিলীপের, PM-কে অমান্য, পাল্টা ফিরহাদের
মঙ্গলবার বিধাননগরের বিধায়ক সব্যসাচী দত্ত ত্রাণ বিলি করতে গেলে পুলিস তাঁকে আটকায় বলে অভিযোগ।
![ত্রাণ বিলি আটকেছে পুলিস, অভিযোগ দিলীপের, PM-কে অমান্য, পাল্টা ফিরহাদের ত্রাণ বিলি আটকেছে পুলিস, অভিযোগ দিলীপের, PM-কে অমান্য, পাল্টা ফিরহাদের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/03/31/242053-firhaddilip.jpg)
নিজস্ব প্রতিবেদন: ত্রাণ বিলি নিয়ে রাজ্য সরকার রাজনীতি করছে বলে অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি। এর পাশাপাশি অব্যবস্থার অভিযোগও তুলেছেন দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, বিজেপি ত্রাণ বিলি শুরু করায় বাধা দিয়েছে পুলিস। একই অভিযোগ করেছেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত। পাল্টা বিজেপি নেতাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নির্দেশ অমান্য করার অভিযোগ করে বিঁধেছেন ফিরহাদ হাকিম।
মঙ্গলবার বিধাননগরের বিধায়ক সব্যসাচী দত্ত ত্রাণ বিলি করতে গেলে পুলিস তাঁকে আটকায় বলে অভিযোগ। সেখানে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও। তিনি অভিযোগ করেন, বিজেপিকে ত্রাণ বিলি করতে বাধা দিচ্ছে পুলিস। দিলীপবাবু বলেন,''মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে এক সপ্তাহ বাড়িতে বসেছিলাম। রাস্তায় বেরিয়েছেন উনি। আমাদের লোকেরাও প্রভাবিত হয়েছেন। সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, কোথায় দিলীপ ঘোষ লুকিয়ে আছেন? আমরা রাজনীতি করতে চাই না। প্রধানমন্ত্রীর নির্দেশে ঘরে ছিলাম। সেখান থেকে যোগাযোগ রেখে চলেছি। এখন বেরানোর দরকার আছে। বিজেপি বেরালে রাজনীতি, উনি করলে সেবা। আমরা সেবা করতে বেরোচ্ছি।'' একই সুরে সব্যসাচী দত্তের অভিযোগ, বিজেপিকে ত্রাণ বিলি করতে বাধা দেওয়া হচ্ছে। খবর পেয়েই চলে এসেছে পুলিস।
বিজেপির দাবি উড়িয়ে তাদের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ করেছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, মানুষ না থাকলে রাজনীতি কাকে নিয়ে হবে! এখন মানুষ বাঁচানোর অভিযান চলছে। যারা রাজনৈতিক কম্পিটিশন করছেন, তাঁরা ভুল করছেন। প্রধানমন্ত্রীর লকডাউন অমান্য করল কারা?
আরও পড়ুন- করোনা মোকাবিলায় ৫ লক্ষ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান মমতার