ফেসবুকের ই-মেল পেয়ে যুবকের আত্মহত্যা রুখল কলকাতা পুলিসের সাইবার সেল
কলকাতা পুলিসের অপরাধ দমন শাখার সাহায্যে যুবকের ফেসবুক প্রোফাইল থেকে আইপি অ্যাড্রেস ট্র্যাক করা হয়। এরপর মনোরোগ বিশেষজ্ঞকে নিয়ে তড়িঘড়ি পিকনিক গার্ডেনে ওই যুবকের কাছে পৌঁছতে সক্ষম হয় পুলিসের দুই আধিকারিক।
![ফেসবুকের ই-মেল পেয়ে যুবকের আত্মহত্যা রুখল কলকাতা পুলিসের সাইবার সেল ফেসবুকের ই-মেল পেয়ে যুবকের আত্মহত্যা রুখল কলকাতা পুলিসের সাইবার সেল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/07/23/201775-capture.jpg)
নিজস্ব প্রতিবেদন: ফেসবুকে স্টেটাস আপডেট করে আত্মহত্যা করতে যাচ্ছিল যুবক। স্টেটাস নজরে আসা মাত্রই ফেসবুক ই-মেইল করে লালবাজারে। ই-মেইল পেয়ে তৎক্ষনাৎ যুবকের আত্মহত্যা রুখল কলকাতা পুলিস। লালবাজার সূত্রে খবর, সোমবার মধ্যরাতে ফেসবুক কর্তৃপক্ষের থেকে একটি ই-মেইল আসে লালবাজারে।
ফেসবুক কর্তৃপক্ষ সেই ই-মেইলে জানায়, তাঁরা দেখতে পাচ্ছেন কলকাতা থেকে একজন ইউজার ফেসবুকে একটি স্টেটাস দিয়েছেন। সেখানে আত্মহত্যার করার কথা লিখেছেন তিনি। আর সেই ই-মেইল পাওয়া মাত্রই আত্মহত্যা রুখতে তৎপর হয় পুলিস।
আরও পড়ুন: এক শিশুর বাবা হিসেবে দাবিদার তিন! ধুন্ধুমার কাণ্ড শহরের বেসরকারি হাসপাতালে
কলকাতা পুলিসের অপরাধ দমন শাখা এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারের সাহায্যে যুবকের ফেসবুক প্রোফাইল থেকে আইপি অ্যাড্রেস ট্র্যাক করা হয়। এরপর মনোরোগ বিশেষজ্ঞকে নিয়ে তড়িঘড়ি পিকনিক গার্ডেনে ওই যুবকের কাছে পৌঁছতে সক্ষম হয় কসবা থানার পুলিস। বেশ কিছুক্ষণ তাঁকে বোঝানোর পর আত্মহত্যায় নিরস্ত করা হয় ওই যুবককে।