পড়ুয়া তাণ্ডবে চাকরি ছাড়তে চাইলেন দেশবন্ধু কলেজের নিগৃহীত অধ্যাপক
দেশবন্ধু কলেজে ছাত্রীদের তাণ্ডবের জেরে কলেজ ছাড়তে চাইলেন বাণিজ্য বিভাগের নিগৃহীত অধ্যাপক। শুক্রবার কলেজেই এলেন না ওমপ্রকাশ চৌধুরী। অন্য শিক্ষকরা বাড়ি গেলেন পুলিসি নিরাপত্তায়।
![পড়ুয়া তাণ্ডবে চাকরি ছাড়তে চাইলেন দেশবন্ধু কলেজের নিগৃহীত অধ্যাপক পড়ুয়া তাণ্ডবে চাকরি ছাড়তে চাইলেন দেশবন্ধু কলেজের নিগৃহীত অধ্যাপক](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/01/06/104464-104360-jfhkfhkfhdkhdfkhfdhf.jpg)
নিজস্ব প্রতিবেদন : দেশবন্ধু কলেজে ছাত্রীদের তাণ্ডবের জেরে কলেজ ছাড়তে চাইলেন বাণিজ্য বিভাগের নিগৃহীত অধ্যাপক। শুক্রবার কলেজেই এলেন না ওমপ্রকাশ চৌধুরী। অন্য শিক্ষকরা বাড়ি গেলেন পুলিসি নিরাপত্তায়।
প্রয়োজনীয় উপস্থিতির হার না-থাকায় পরীক্ষায় বসতে দেওয়া হয়নি কলেজের ৮৯ জন ছাত্রীকে। এরপরই কলেজে তাণ্ডব চালান ওই ছাত্রীরা। পরীক্ষায় বসতে দিতে হবে, বৃহস্পতিবার এই দাবিতেই তাণ্ডব চালান পড়ুয়ারা। রাত পর্যন্ত ঘেরাও থাকেন শিক্ষকরা।
আরও পড়ুন, রাতারাতি বন্ধ অনুমোদনহীন স্কুল, বিপাকে ৩০০ পড়ুয়া
ঘটনার আতঙ্কিত অধ্যাপক ওমপ্রকাশ চৌধুরী শুক্রবার কলেজে আসেননি। উল্লেখ্য, একবছর আগে বাণিজ্য বিভাগে যোগ দেন ওই অধ্যাপক। এখনও তাঁর চাকরি স্থায়ী হয়নি। এদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে ওই ছাত্রছাত্রীদের পরীক্ষার বসতে না দেওয়ার সিদ্ধান্তেই এখনও অনড় কলেজ কর্তৃপক্ষ।