Abhishek Banerjee: বিদেশ থেকে ফিরলেন অভিষেক...
পঞ্চায়েত ভোট তখন শেষ। ফলাফলও ঘোষণা হয়ে গিয়েছে। ২৬ জুলাই চিকিৎসা করাতে বিদেশ যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
![Abhishek Banerjee: বিদেশ থেকে ফিরলেন অভিষেক... Abhishek Banerjee: বিদেশ থেকে ফিরলেন অভিষেক...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/08/20/433895-aban.png)
কমলাক্ষ ভট্টাচার্য: 'শারীরিকভাবে ঠিক আছেন'। চিকিৎসা করিয়ে বিদেশ থেকে ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। মেয়ের হাত ধরে কলকাতা বিমানবন্দর থেকে বেরোতে দেখা গেল তাঁকে।
আরও পড়ুন: JU Student Death: 'কোনও র্যাগিং হয়নি, ছেলেটি নিজে করিডর থেকে ঝাঁপ দেয়'!
পঞ্চায়েত ভোট তখন শেষ। ফলাফলও ঘোষণা হয়ে গিয়েছে। ২৬ জুলাই চিকিৎসা করাতে বিদেশ যান অভিষেক। কলকাতা থেকে দুবাই রওনা দিয়েছিলেন দেন তিনি।
তারপর? চোখে রোদ চশমা। পিঠে কালো লেদার ব্যাকপ্যাক। নিউইয়র্কের টাইমস স্কোয়ারে দাঁড়িয়ে সেলফি তুলেছিলেন অভিষেক। সেই ছবি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, বিদেশে বসেই একযোগে ইডি ও বিজেপিকে আক্রমণ করেছিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
এদিকে বিদেশ থেকে অভিষেক ফেরার পর ফেসবুকে পোস্ট দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। লেখেন, 'ফেরা। স্বাগত'।