Gariahat: গড়িয়াহাট উড়ালপুল থেকে তরুণীর ঝাঁপ, রাতের শহরে এ কী কাণ্ড!
জানা গিয়েছে, ওই তরুণী একটি গয়নার দোকানের কর্মী। অফিস থেকে বেরিয়ে তিনি গড়িয়াহাট ব্রিজের উপরে ওঠেন। এরপর উড়ালপুলের উপর থেকে ঝাঁপ দেন।
![Gariahat: গড়িয়াহাট উড়ালপুল থেকে তরুণীর ঝাঁপ, রাতের শহরে এ কী কাণ্ড! Gariahat: গড়িয়াহাট উড়ালপুল থেকে তরুণীর ঝাঁপ, রাতের শহরে এ কী কাণ্ড!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/07/03/381180-gariahatbredgesuicide.jpg)
নান্টু হাজরা: গড়িয়াহাট উড়ালপুল থেকে এক তরুণীর ঝাঁপ। নিচে একটি চলন্ত ট্যাক্সির উপর ওই তরুণী পড়েন। বর্তমানে শিশুমঙ্গল হাসপাতালে চিকিৎসাধীন তরুণী।
জানা গিয়েছে, ওই তরুণী একটি গয়নার দোকানের কর্মী। অফিস থেকে বেরিয়ে তিনি গড়িয়াহাট ব্রিজের উপরে ওঠেন। এরপর উড়ালপুলের উপর থেকে ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গে প্রত্যক্ষদর্শীরা তাঁকে শিশুমঙ্গল হাসপাতালে নিয়ে যায়।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মনে হচ্ছে তরুণী আত্মহত্যা করতে গিয়েছিলেন। তাঁর শরীরের অনেক জায়গায় চোট লেগেছে। তদন্ত শরু করেছে পুলিস।
আরও পড়ুন: PM Narendra Modi: রাজনৈতিক হিংসা নিয়ে সরব মোদী, প্রধানমন্ত্রীর মুখে দু'বার বাংলার নাম!
আরও পড়ুন: NSA Ajit Doval: হঠাৎ দার্জিলিংয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, কারণটা কী?