Paresh Adhikari: মন্ত্রীকন্যার নাম তালিকায়, তাই তৈরি শূন্যপদ! সিবিআই-এর হাতে নথি তুলে দিলেন ববিতা সরকার
জানা গেছে অঙ্কিতা অধিকারির নাম তালিকায় আসার পরেই শুন্যপদ তৈরি হয় ইন্দিরা বালিকা বিদ্যালয়ে। এই শুন্যপদেই যোগ দেওয়ার সুপারিশ দেওয়া হয় অঙ্কিতা অধিকারীকে।
![Paresh Adhikari: মন্ত্রীকন্যার নাম তালিকায়, তাই তৈরি শূন্যপদ! সিবিআই-এর হাতে নথি তুলে দিলেন ববিতা সরকার Paresh Adhikari: মন্ত্রীকন্যার নাম তালিকায়, তাই তৈরি শূন্যপদ! সিবিআই-এর হাতে নথি তুলে দিলেন ববিতা সরকার](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/06/02/377553-paresh-adhikari-case.jpg)
নিজস্ব প্রতিবেদন: মন্ত্রীকন্যা অঙ্কিত অধিকারীর নাম তালিকায় আসতেই তৈরি হল স্কুলের শুন্যপদ।
কী করে সবাইকে টপকে তালিকায় নাম এল অঙ্কিতা অধিকারির সেই বিষয় সিবিআই দফতরে নথি জমা দিলেন মামলাকারী ববিতা সরকার। বৃহস্পতিবার এই তথ্য জমা দিয়েছেন বলে জানা গেছে।
সম্প্রতি, কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউ তালিকায় আসে পরেশ অধিকারির মেয়ের নাম। সেই নথিও জমা পড়েছে সিবিআই দফতরে।
মন্ত্রিকন্যা অঙ্কিতার নাম তালিকায় আস্তেই বাদ বলে মামলা কারী ববিতা সরকারের নাম। এরপরেই তিনি মামলা করেন বলে জানা গেছে। বৃহস্পতিবার সিবিআই দফতরে তাঁকে জেরা করার জন্য ডাকা হয়।
আরও পড়ুন: Mamata Banerjee In Singur: শুক্রবার সিঙ্গুরে মমতা, যাবেন সন্তোষী মাতার মন্দিরে
জানা গেছে অঙ্কিতা অধিকারির নাম তালিকায় আসার পরেই শুন্যপদ তৈরি হয় ইন্দিরা বালিকা বিদ্যালয়ে। এই শুন্যপদেই যোগ দেওয়ার সুপারিশ দেওয়া হয় অঙ্কিতা অধিকারীকে।
একই সঙ্গে নিজের সব তথ্যও সিবিআই-এর কাছে জমা দিয়েছেন ববিতা সরকার।