ভাইকে পিটিয়ে খুন, নির্মীয়মাণ মসজিদের ৫ তলা থেকে উদ্ধার নাবালকের রক্তাক্ত দেহ
সিএমআরআই হাসপাতালে নিয়ে গেলে মুজাহিদ আনসারি নামে ১৪ বছরের ওই কিশোরকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা।
![ভাইকে পিটিয়ে খুন, নির্মীয়মাণ মসজিদের ৫ তলা থেকে উদ্ধার নাবালকের রক্তাক্ত দেহ ভাইকে পিটিয়ে খুন, নির্মীয়মাণ মসজিদের ৫ তলা থেকে উদ্ধার নাবালকের রক্তাক্ত দেহ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2021/04/09/315499-murdered.jpg)
নিজস্ব প্রতিবেদন: পেরেক লাগানো বাটাম দিয়ে ভাইকে পিটিয়ে খুনের অভিযোগ। গ্রেফতার করা হল দাদাকে। ঘটনাটি ঘটেছে একবালপুর থানা এলাকার কদমতলা মোড়ে। কদমতলার নির্মীয়মাণ আমজাদ আলি মসজিদের পাঁচতলায় রক্তাক্ত, অচেতন অবস্থায় ছোট ছেলেকে উদ্ধার করেন হানিফ আনসারি। সিএমআরআই হাসপাতালে নিয়ে গেলে মুজাহিদ আনসারি নামে ১৪ বছরের ওই কিশোরকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা।
আরও পড়ুন: ভোটের মাঝেই তিন হাজারের কাছাকাছি চলে গেল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা
মসজিদ নির্মাণের কাজে ঝাড়খণ্ডের গিরিডি জেলার কারোণ্ডি গ্রাম থেকে কলকাতায় এসেছিল মুজাহিজ। মসজিদ কমিটির সদস্য তাবিউল হকের অভিযোগের ভিত্তিতে একবালপুর থানার পুলিস ১৮ বছরের মুবারক আনসারিকে গ্রেফতার করে। পুলিসের দাবি, জেরায় সে ভাইকে মারধরের কথা স্বীকার করেছে। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, আগেও দুই ভাইয়ে বিভিন্ন বিষয়ে ঝগড়াঝাঁটি হয়েছিল। এদিনও কোনও কারণে ঝামেলা বাঁধে। বচসা হাতাহাতিতে পৌঁছয়। তখনই রাগের মাথায় ভাইকে মেরে ফেলে দাদা।