করোনা আক্রান্ত স্বাস্থ্যভবনের ১ শীর্ষকর্তা-সহ ৫ আধিকারিক
সোমবার জানা গিয়েছে, ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার এক শীর্ষকর্তা-সহ মোট ৫ জন করোনা সংক্রমিত হয়েছেন। গোটা ঘটনায় কার্যত ত্রস্ত স্বাস্থ্যভবন চত্বর।
![করোনা আক্রান্ত স্বাস্থ্যভবনের ১ শীর্ষকর্তা-সহ ৫ আধিকারিক করোনা আক্রান্ত স্বাস্থ্যভবনের ১ শীর্ষকর্তা-সহ ৫ আধিকারিক](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/07/06/259861-untitled-1.jpg)
তন্ময় প্রামাণিক: স্বাস্থ্যভবন চত্বরে হানা দিল করোনা। সোমবার জানা গিয়েছে, ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার এক শীর্ষকর্তা-সহ মোট ৫ জন করোনা সংক্রমিত হয়েছেন। গোটা ঘটনায় কার্যত ত্রস্ত স্বাস্থ্যভবন চত্বর। এর আগেও কিছুদিন ধরে একাধিক কর্মীর করোনা সংক্রমনের খবর মিলছিল।
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়-সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে পরীক্ষা নেওয়ার অনুমতি দিল কেন্দ্র
তবে খাতায় কলমে তা প্রকাশ্যে আসেনি। জল্পনা উড়িয়েছিল স্বাস্থ্যদফতর। জানানো হয়েছিল সুস্থই রয়েছেন আধিকারিকরা। এ প্রসঙ্গে, এক আধিকারিকের কথায়, সুরক্ষাবিধি মেনেই মাঝেমধ্যে বিভিন্ন তলার বিভিন্ন বিভাগ সানিটাইজড করা হচ্ছিল। কিন্তু কেউ আদৌ করোনা আক্রান্ত হয়েছেন কিনা সে বিষয়ে কোনও স্পষ্ট তথ্য ছিল না।
আরও পড়ুন: কেউ বঞ্চিত হবেন না, আমফান ত্রাণে ত্রুটির কথা স্বীকার করেও ক্ষতিগ্রস্তদের আশ্বাস মমতার
সোমবার স্বাস্থ্যভবনের এক শীর্ষ আধিকারিক-সহ পাঁচজনের আক্রান্ত হওয়ার খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। স্বাস্থ্যভবনের একাধিক অংশ স্যানিটাইজ করার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। সূত্রের খবর, শুধু জীবাণুমুক্ত করাই নয়, ধাপে ধাপে স্বাস্থ্য দফতরের বিভিন্ন বিভাগের নির্বাচিত আধিকারিক এবং কর্মীদের করোনা পরীক্ষা করা হবে। তবে এ বিষয় সরকারি কোনও মন্তব্য় এখনও জানা যায়নি।