আপনার কি হাত-পায়ের তালু ঘামায়? এটা কি অসুখ? জেনে নিন...
এরকম হওয়ার কারণ কী!
![আপনার কি হাত-পায়ের তালু ঘামায়? এটা কি অসুখ? জেনে নিন... আপনার কি হাত-পায়ের তালু ঘামায়? এটা কি অসুখ? জেনে নিন...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/11/18/156166-hand.jpg)
নিজস্ব প্রতিনিধি : কারও সঙ্গে ঝগড়া হয়েছে। অথবা, কোনও সমস্যার জন্য একটু টেনশনে রয়েছেন। যে কোনও এমন পরিস্থিতিতে পড়লেই কি আপনার হাত-পা ঘামতে শুরু করে? ঘামের পরিমাণ কখনও কখনও বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়? অল্প উত্তেজনায় হাত বা পায়ের তালু ঘামানোর সমস্যা অনেকেরই রয়েছে। কিন্তু চিকিত্সাবিজ্ঞান বলছে, এতে কোনও অসুবিধা হওয়ার কথা নয়। কারণ, এটা আদতে কোনো অসুখ নয়।
আরও পড়ুন- আপনার অজান্তেই কি বাড়ছে থাইরয়েডের সমস্যা? লক্ষণগুলি চিনে নিন
অনেকের ক্ষেত্রেই দেখা যায়, উত্তেজনা যতক্ষণ স্থায়ী হয়, ততক্ষণ হাত বা পায়ের তালু ঘামাতে থাকে। বারবার ঘাম মুছলেও সহজে যায় না। আবার ঘামাতে থাকে। এরকম পরিস্থিতিতে জেরবার হয়ে অনেকে চিকিত্সকের দ্বারস্থ হন। এক্ষেত্রে অনেকেই দুঃশ্চিন্তায় ভোগেন। এনেকে আবার প্রচণ্ড রেগে গেলে থর থর করে কাঁপতে থাকেন। সেটা অবশ্য স্নায়ুজনিত রোগের কারণে হতে পারে। তবে হাত বা পায়ের তালু ঘামানো কোনও অসুখ নয়। তা হলে এরকম হওয়ার কারণ কী!
আরও পড়ুন- কী করে বুঝবেন পেটে ব্যথার কারণ অ্যাপেনডিসাইটিস?
চিকিৎসকদের মতে, শরীরে ঘামগ্রন্থির সংখ্যা থাকে প্রায় ৪০ থেকে ৫০ লাখ। এক্রিন, অ্যাপোএক্রিন, অ্যাপোক্রিন ইত্যাদি অনেক ভাগ রয়েছে এই গ্রন্থির। আর হাত ও পায়ের তালুতে এক্রিনের সংখ্যাই বেশি। সেক্ষেত্রে উত্তেজনা, আনন্দ বা ভয় পেলে শরীরে অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ বেড়ে যায়। যাঁরা একটু বেশি সংবেদনশীল তাদের ক্ষেত্রে তাই ঘামানোর প্রবণতা বেশি। আবেগপ্রবণ মানুষের শরীরে অ্যাড্রিনালিন ক্ষরণ বেশি হয়। উত্তেজনা অনেক সময় শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। ফলে শরীরের ভিতর জলীয় পদার্থ বের হয়। আর সেটাই হাত বা পায়ের তালু দিয়ে ঘামের আকারে বের হয়। তবে হাত বা পা সব সময় ঘামানোটা অসুখ। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যার নাম হাইপার হাইড্রোসিস। এটি হরমোনাল ডিজিজ।